মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)

Monalisa Sarkar Roy
Monalisa Sarkar Roy @mona_21

মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3জন
  1. 50গ্রামগোবিন্দভোগ চাল
  2. 1টিটমেটো কুচিকরা
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1চা চামচলঙ্কাগুঁড়ো
  5. 2টিতেজপাতা
  6. 2-3 টিকাঁচালঙ্কা
  7. 1টিমাছের মাথা
  8. 1টিআলু
  9. 1টিপেয়াঁজ কুচিকরা
  10. 1চা চামচঘি
  11. 1টেবিল চামচআদারসুন বাটা
  12. স্বাদমতনুন
  13. 1চা চামচজিরে গুঁড়ো
  14. 1চা চামচধনে গুঁড়ো
  15. 2টিগোটা শুকনোলঙ্কা
  16. 1/2চা চামচগরম মশলা
  17. 1/2চা চামচগোটা জিরে
  18. প্রয়োজন মতগোটা গরম মশলা
  19. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    শুকনোচাল কড়াইতে হাল্কা ভেজে 20মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। কড়াই তে প্রয়োজন মত তেল গরম করে কেটে নেওয়া আলু আর মাছের মাথা নুন ঔ হলুদ দিয়ে মেখে একে একে ভেজে তুলে নিতে হবে। এবার তেজপাতা,গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5সেকেন্ড নাড়িয়ে পেঁয়াজকুচি দিতে হবে। একটু ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে নাড়াতে হবে কাচা গন্ধ চলে যাওয়া অবধি।

  2. 2

    এবার একে একে সব গুড়ো মশলা(গরম মশলা গুড়ো বাদে) ও জল দিয়ে কষিয়ে টমেটো কুচি,নুন ও ভেজানো চাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমান মতো জল দিয়ে আলু আর মাছের মাথাদিয়ে ঢাকা চাপা দিয়ে 5 -7 মিনিট রান্না করে নিতে হবে। এবার 2-3টে চেরা কাচালঙ্কা, গরম মশলাগুড়ো আর ঘি মিশিয়ে 5মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি মুড়িঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Monalisa Sarkar Roy

মন্তব্যগুলি

Similar Recipes