চিলি ফুলকপি(Chili foolkopi recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#ebook2
#দূর্গা পূজা
পুজোর সময় তো নানা রকম রান্নাই করা হয় তার মধ্যে একটু চিলি ফুলকপি করলাম।খেতে খুব সুন্দর হয়।

চিলি ফুলকপি(Chili foolkopi recipe in bengali)

#ebook2
#দূর্গা পূজা
পুজোর সময় তো নানা রকম রান্নাই করা হয় তার মধ্যে একটু চিলি ফুলকপি করলাম।খেতে খুব সুন্দর হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জন
  1. ১ টা ছোট ফুলকপি
  2. ১ টা ছোট ক্যাপ্সিকাম
  3. ১ টা ছোট পেঁয়াজ
  4. ১ চা চামচ সোয়া সস
  5. ১ চা চামচ ভিনিগার
  6. ২ চা চামচ টমেটো সস
  7. ১ চা চামচ চিলি সস
  8. ১ চা চামচ সেজোয়ান সস
  9. ১ চা চামচ রসুন কুচি
  10. ১ চা চামচ আদা কুচি
  11. ২ টেবিল চামচ ময়দা
  12. ২ টেবিল চামচ কর্নফ্লওয়ার
  13. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  14. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. স্বাদ মতনুন
  16. ১/২ চা চামচ চিনি
  17. ৩ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে কপিটা ছোট ছোট করে কেটে নিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি।

  2. 2

    এবার ক্যাপ্সিকাম আর পেয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি।

  3. 3

    এবার ওই কপি গুলো জল ঝরিয়ে একটা পাত্রে রেখে তার মধ্যে অল্প নুন, অল্প লঙ্কা গুঁড়ো,১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ২ টেবিল চামচ ময়দা দিয়ে একটু মেখে রেখেছি ১০ মিনিট।

  4. 4

    এবার কড়ায়ে তেল দিয়ে ওই কপি গুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি।

  5. 5

    এবার তেলের মধ্যে আদা কুচি,কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে পেয়াজ আর ক্যাপ্সিকাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভিনিগার দিয়ে দিয়েছি

  6. 6

    এরপর সব রকমের সস দিয়ে একটু নেড়ে নিয়ে নুন, চিনি দিয়েবাকি কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়ে তাতে দিয়ে দিয়েছি।

  7. 7

    এবার আরো একটু জল দিয়ে ফুটিয়ে ভাজা কপি গুলো তাতে দিয়ে ভালো করে কষে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

Similar Recipes