চিলি ফুলকপি (chilli foolkopi recipe in Bengali)

Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011

#GA4
#week24
এবারের ধাঁধা থেকে আমি ফুলকপি বেছে নিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব মুখরোচক খাবার যা রুটি,লুচি, পরোটা বা পোলাও এর সঙ্গে বেশ লাগে।

চিলি ফুলকপি (chilli foolkopi recipe in Bengali)

#GA4
#week24
এবারের ধাঁধা থেকে আমি ফুলকপি বেছে নিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব মুখরোচক খাবার যা রুটি,লুচি, পরোটা বা পোলাও এর সঙ্গে বেশ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
৩জন
  1. ২ টেবিল চামচ ময়দা
  2. ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  3. ২চা চামচ সোয়া সস
  4. ৪ চা চামচ টমেটো কেচাপ
  5. ২ চা চামচ লাল চিলি সস
  6. ২চা চামচ সবুজ চিলি সস
  7. ১ চা চামচ মধু
  8. ১/২ চা চামচ চিনি
  9. স্বাদ মতনুন
  10. ১/২ চা চামচভিনিগার
  11. ১ চা চামচ কর্নফ্লাওয়ার জলে গোলা
  12. ১ কাপ সাদা তেল
  13. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. ২ টো কাঁচা লঙ্কা
  15. ২ টো পাকা লাল লঙ্কা
  16. ১ চা চামচ আদা কুচি
  17. ১ চা চামচ রসুন কুচি
  18. ৩ টে ডুমো করে কাটা
  19. ১টা ছোটো ক্যাপ্সিকাম ডুমো কাটা

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি গুলো নুন জলে ভাপিয়ে নিন। এবার একটা বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, সোয়া সস আধ চামচ,গোলমরিচ, আধ চামচ আদা ও রসুন কুচি দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিন।

  2. 2

    এবার ফুলকপি গুলো ওই মিশ্রণে ডুবিয়ে ছাঁকা তেলে লাল করে ভেজে তুলুন।এবার তেল একদম কমিয়ে নিয়ে তাতে ওই ডুমো করে কাটা পিয়াজ ক্যাপ্সিকাম টা দিন।নাড়াচাড়া করে আদা রসুন কুচি দিন। কাঁচা গন্ধ চলে গেলেই সোয়া সস, টমেটো কেচাপ, নুন, চিনি, মধু, দু রকম চিলি সস দিয়ে নাড়ুন। এবার ওই কর্নফ্লাওয়ার গোলা জল টা দিয়ে দিন। গ্রেভি টা একদম ঘন হয়ে এলে ফুলকপি গুলো দিয়ে নামিয়ে নিন। এবার উপর থেকে গোলমরিচ ও কাঁচা লঙ্কা কুচি দিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011
হ্যাঁ আমি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes