কালাকাঁদ সন্দেশ (Kalakad Sondesh recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#ebook2
#দুর্গাপুজো
মিষ্টি ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ। আজ মিষ্টিমুখে আছে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এমন একটি মিষ্টি কালাকাঁদ সন্দেশ।

কালাকাঁদ সন্দেশ (Kalakad Sondesh recipe in Bengali)

#ebook2
#দুর্গাপুজো
মিষ্টি ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ। আজ মিষ্টিমুখে আছে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এমন একটি মিষ্টি কালাকাঁদ সন্দেশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 সারভিংস
  1. 1.5লিটার দুধ
  2. 3 চা চামচভিনিগার
  3. 7 চা চামচগুঁড়ো দুধ
  4. 1/2 কাপচিনি
  5. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  6. 1 চা চামচঘি
  7. 1টেবিল চামচ পেস্তা কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটা লিটার দুধ খুব ভালো করে জ্বাল দিয়ে গ্যাস বন্ধ করে অল্প অল্প করে ভিনিগার মিশিয়ে দুধটা কাটিয়ে ছানা করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে বাকি হাফ লিটার দুধ বসিয়ে ওর থেকে কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিয়ে তাতে 5 চা চামচ গুঁড়ো দুধ গুলে,,,,সেটা কড়াইয়ের দুধে মিশিয়ে কম আঁচে ক্রমাগত নাড়তে হবে।

  3. 3

    দুধটা ঘন হয়ে গেলে ছানা টা হাত দিয়ে ঝুরঝুরে করে নিয়ে দুধের সাথে মেশাতে হবে।

  4. 4

    এলাচ গুঁড়ো মেশাতে হবে। দুধটা কিছুটা শুকিয়ে এলে চিনি দিতে হবে। বাকি গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে।

  5. 5

    ক্রমাগত নাড়তে হবে। মিশ্রণটা শুকনো হলে একটা আগে থেকে ঘি মাখানো চৌকো পাত্রে চারিয়ে দিতে হবে। উপরে পেস্তা কুঁচি ছড়িয়ে ছুরি দিয়ে দাগ কেটে রাখতে হবে। একঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes