ফুলকপি-আলু-পনীরের মালাই মাখানি (Fulkopi -aloo -paneer malai makhani recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#GA4
#week10
ফুলকপি এই মরসুমের বিশিষ্ট সবজি।নানাভাবে রান্না করা যায় সহজেই।খেতে ও উপাদেয়।

ফুলকপি-আলু-পনীরের মালাই মাখানি (Fulkopi -aloo -paneer malai makhani recipe in bengali)

#GA4
#week10
ফুলকপি এই মরসুমের বিশিষ্ট সবজি।নানাভাবে রান্না করা যায় সহজেই।খেতে ও উপাদেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৬ জনের জন্য
  1. ১টিফুলকপি
  2. ৩টিআলু
  3. ২০০গ্রামপনির
  4. ১টিটমেটো
  5. ১"টুকরোআদা
  6. ৪টিকাঁচা লঙ্কা
  7. ২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ২চা চামচ‌জিরে গুঁড়ো
  9. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ১চা চামচগরম মশলা গুঁড়ো
  11. ১ টেবিল চামচ ঘি
  12. ১/২কাপমালাই
  13. ১২টিকাজুবাদাম
  14. ২০টিকিশমিশ
  15. ১/২"টুকরোদারচিনি
  16. ২টিছোট এলাচ
  17. ১/৩কাপসাদা তেল
  18. ১টিতেজপাতা
  19. স্বাদ অনুযায়ীনুন
  20. ৩/৪চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে আলু টুকরো করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলাম। কড়াই এ তেল দিয়ে পনীর এক চিমটি হলুদ ছিটিয়ে হালকা ভেজে তুলে রাখলাম। ঐ তেলের মধ্যে ফুলকপি আধ চামচ নুন ও একের চার চামচ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম।

  2. 2

    এবার ঐ তেলে তেজপাতা ছিঁড়ে, দারচিনি ও ছোট এলাচ থেঁতো করে দিলাম। গোটা জিরে ও কাঁচা লঙ্কা চিরে দিয়ে টমেটো ও আদা বাটা দিলাম। একটু কষিয়ে সিদ্ধ আলুর টুকরো দিলাম। নুন, হলুদ, ধনে, জিরে, কাশ্মীরিলঙ্কা গুড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে ভেজে রাখা ফুলকপি ও পনীর দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে।

  3. 3

    এককাপ জল দিয়ে ফুটিয়ে নিলাম।ঘি ও গরম মসলা গুড়ো ছড়িয়ে গ‍্যাস অফ্ করে দিলাম।এবার মালাই দিয়ে বেটে রাখা কাজুবাদাম ও কিশমিশের মিশ্রণ‌টা ঢেলে দিলাম উপর থেকে। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes