আলু ফুলকপি কারি (aloo fulkopi kari recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#foodism2020

আমি আজ বাঙালি স্টাইলে আলু ফুলকপি কারি বানিয়েছি । একটা ভারতীয় রান্না। নিরামিষ দিনে যদি এমন একটি সুস্বাদু খাবার হয় তাহলে তো আর কথাই নেই।

আলু ফুলকপি কারি (aloo fulkopi kari recipe in bengali)

#foodism2020

আমি আজ বাঙালি স্টাইলে আলু ফুলকপি কারি বানিয়েছি । একটা ভারতীয় রান্না। নিরামিষ দিনে যদি এমন একটি সুস্বাদু খাবার হয় তাহলে তো আর কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টা মাঝারি ফুলকপি
  2. ১ টা বড় আলু
  3. ৩ চা চামচ জিরা আদা বাটা
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ২ টো তেজপাতা
  7. ১ টা ছোট এলাচ
  8. ৩ টে লবঙ্গ
  9. ১ টুকরো দারুচিনি
  10. ১/৪চা চামচ জিরা
  11. ১ টা মাঝারি টমেটো
  12. ১/২ চা চামচ গরম মশলা বাটা
  13. ১ টা শুকনো লঙ্কা
  14. ১/২ চা চামচ চিনি
  15. স্বাদ মতনুন
  16. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ফুলকপি ও আলু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে ফুলকপি ও আলু ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    তারপর জিরা, তেজপাতা ও গোটা গরম মশলা গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জিরা আদা বাটা,লংকা গুড়ো ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে ।

  3. 3

    তারপর ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো পেস্ট ও কাঁচা লংকা ফেরে দিয়ে কষিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে সামান্য জল ও অল্প নুন দিয়ে ঢেকে হতে দিতে হবে তারপর ঝোল ঘনো হয়ে আসলে চিনি ও গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটা সর্ভিং বাউলে সাজিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes