কুমড়োর ধোঁকার ডালনা (Kumror Dhokar Dalna recipe in Bengali)

Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

#GA4
#week11
কুমড়োর এই রেসিপিটি একদম অন্য ধরনের এবং খেতেও খুবই সুস্বাদু। সাধারন ধোকার চেয়ে একটু বেশী মিষ্টি হয় এই কুমড়োর ধোকা।

কুমড়োর ধোঁকার ডালনা (Kumror Dhokar Dalna recipe in Bengali)

#GA4
#week11
কুমড়োর এই রেসিপিটি একদম অন্য ধরনের এবং খেতেও খুবই সুস্বাদু। সাধারন ধোকার চেয়ে একটু বেশী মিষ্টি হয় এই কুমড়োর ধোকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০মিনিট
৪ জন
  1. ধোকার জন্য-
  2. ২৫০ গ্রাম কুমড়ো
  3. ১/২ কাপ ছোলার ডাল
  4. ১/২ ইঞ্চি আদা
  5. ৫টা কাঁচালঙ্কা
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/৪ চা চামচ কালোজিরে
  9. ১ চিমটে হিং
  10. ১ চা চামচ চিনি
  11. ১ টেবিল চামচ তেল
  12. ১ কাপ বা প্রয়োজনমতো তেল (ধোকা ভাজার জন্য)
  13. স্বাদমতোনুন
  14. ডালনার জন্য
  15. ৪টে আলু ডুমো করে কাটা (মাঝারি মাপের)
  16. ১/৪ চা চামচ জিরে
  17. ১টা তেজপাতা
  18. ১টাশুকনো লঙ্কা
  19. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  20. ১/২ চা চামচ আদাবাটা
  21. ২ চা চামচ জিরে গুঁড়ো
  22. ১ চা চামচ ধনে গুঁড়ো
  23. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  24. ২ টেবিল চামচ তেল
  25. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০মিনিট
  1. 1

    ছোলার ডাল ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। জল ঝরিয়ে এর সাথে আদা ও কাঁচালঙ্কা দিয়ে বেটে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে কালোজিরে ও হিং ফোড়ন দিতে হবে। এরপর টুকরো করে কাটা কুমড়োগুলো দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। কুমড়োগুলো একটু নরম হলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে (প্রয়োজন হলে সামান্য জল দিতে হবে)।

  4. 4

    কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ভালো করে ভেঙে মিশিয়ে নিতে হবে। এবার এতে বেটে রাখা ডালটা দিয়ে দিতে হবে।

  5. 5

    ভালো করে নাড়িয়ে চিনিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসলে নামিয়ে নিতে হবে।(কুমড়োটা বেশী মিষ্টি হলে চিনি নাও দেওয়া যেতে পারে)

  6. 6

    আগে থেকে তেল মাখানো প্লেটে ঢেলে জমিয়ে নিতে হবে। ১০ মিনিট পর বরফি আকারে কেটে নিতে হবে।

  7. 7

    কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়ে ধোকাগুলো ভেজে তুলে রাখতে হবে।জিরে ও ধনে গুঁড়ো ১/৪ কাপ জলে গুলে রাখতে হবে।

  8. 8

    এবার কড়াইয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখতে হবে।

  9. 9

    এতে আরও ১ টেবিল চামচ তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  10. 10

    এবার এতে আদাবাটা, জিরে-ধনে পেস্টটা দিয়ে দিতে হবে।

  11. 11

    লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষাতে হবে।

  12. 12

    মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষন নাড়িয়ে ৩০০ মিলি.লি. অথবা প্রয়োজন মতো জল ও স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  13. 13

    আলুটা সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ভেজে রাখা ধোকা গুলো ঝোলে দিয়ে কিছুক্ষন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সময় মতো গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumita Paul
Soumita Paul @tsoumi_paul

মন্তব্যগুলি (4)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
Khub valo hoeche 👌amar recipe gulo dekho valo lagle like comment r anusharan deo is 💖

Similar Recipes