ভেজ পকোড়া (veg pakora recipe in Bengali)

Tandra Dutta
Tandra Dutta @cook_26398320

#শীতকালীনস্ন্যাক্স
শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা আর সাথে ভেজ পকোড়া হলে সন্ধ্যার আমেজ আরো জমে ওঠে।

ভেজ পকোড়া (veg pakora recipe in Bengali)

#শীতকালীনস্ন্যাক্স
শীতের সন্ধ্যায় এক কাপ গরম চা আর সাথে ভেজ পকোড়া হলে সন্ধ্যার আমেজ আরো জমে ওঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
২ জন।
  1. ১ কাপ কুচি করে কাটা বাঁধাকপি
  2. ১/২ কাপ কুচি করে কাটা ফুলকপি
  3. ১/২ কাপ কুচি করে কাটা গাজর
  4. ১/২ কাপ কুচি করে কাটা ক্যাপ্সিকাম
  5. ১ টা মাঝারি সাইজের কুচি করে কাটা পেঁয়াজ
  6. ৪-৫ টা কুচি করে কাটা কাঁচা লঙ্কা
  7. ১ টেবিল চামচ কুচি করে কাটা ধনেপাতা
  8. ১ টেবিল চামচ কুচি করে কাটা নারকেল
  9. ১২–১৫ টা শুকনো খোলায় ভেজে রাখা বাদাম
  10. ২টেবিল চামচ বেসন
  11. ২ টেবিল চামচ চালের গুঁড়া
  12. ১ টেবিল চামচ সাবুদানা
  13. স্বাদ মতোলবণ
  14. ১/২ চা চামচ চিনি
  15. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  16. ১ টা মাঝারি সেদ্ধ করে রাখা আলু
  17. ১০০ এম এল সাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    কেটে রাখা বাঁধাকপি, ফুলকপি,ক্যাপ্সিকাম,গাজর এক চামচ লবণ দিয়ে মেখে ২০ মিনিট রাখতে হবে।

  2. 2

    সেদ্ধ করা আলু গ্রেটারে গ্রেড করে নিতে হবে।

  3. 3

    লবণ দিয়ে মেখে রাখা সবজিগুলো ২০ মিনিট পর ভালো করে চিপে একটি মিক্সিং বলে তুলে নিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ, গ্রেট করে রাখা আলু, লঙ্কা, ধনেপাতা কুচি,ভেজে রাখা বাদাম, কুচি করেরাখানারকেল,চিনি,নুন,হলুদ,সবুদানা, বেসন, ও চালের গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম করে ছোট ছোট করে পকোড়া ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে।

  5. 5

    আর একটু স্বাদ বাড়ানোর জন্য পকোড়ার উপরে একটু বিটনুন ও চাটমসলা ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Dutta
Tandra Dutta @cook_26398320

Similar Recipes