নারকেলি চীজ পকোড়া(narkeli cheese pakora recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#monsoon2020
বর্ষা মানেই প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সময়... নিজের মনের দরজা খুলে স্মৃতি উপভোগ করার সময়... আর ঘরে বসে গুনগুন করে গান করা আর সঙ্গে গরম চা এর সাথে টা। আজ বানিয়ে এনেছি মুখরোচক চীজ নারকেল এর পকোড়া।

নারকেলি চীজ পকোড়া(narkeli cheese pakora recipe in Bengali)

#monsoon2020
বর্ষা মানেই প্রকৃতির সাথে একাত্ম হওয়ার সময়... নিজের মনের দরজা খুলে স্মৃতি উপভোগ করার সময়... আর ঘরে বসে গুনগুন করে গান করা আর সঙ্গে গরম চা এর সাথে টা। আজ বানিয়ে এনেছি মুখরোচক চীজ নারকেল এর পকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কাপ নারকেল
  2. ১ টা পেঁয়াজ কূচি
  3. ১ ইঞ্চি আদা কুচি
  4. ৪ টে রসুন কুচি
  5. ২ টা কাঁচা লঙ্কা কুচি
  6. ২ চা চামচ ধনেপাতা কুচি
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২ পাতিলেবুর রস
  9. ২ টা চীজ কিউব
  10. ৪ চা চামচ বেসন
  11. ৪ চা চামচ চালের গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    নারকেল কুড়িয়ে নিন।ওতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে হাল্কা হাতে মিশিয়ে নিন। এবার বেসন দিন।

  2. 2

    বেসন দেওয়া হয়ে গেলে, চালের গুঁড়ো দিয়ে, হাত দিয়ে খুব ভাল করে চেপে চেপে মিশিয়ে নিন। এবার ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে বল এর মতো গোল করে নিন। ঐ গোল নারকেল এর বলের মাঝখানে গর্ত করে বাটির মতো করে ওতে চীজ এর টুকরো রাখুন। মুখ টা বন্ধ করে আবারও হাত দিয়ে একটু চ্যাপ্টা করে গড়ে নিন

  3. 3

    সব কটা নারকেল এর বল কে এরকম করে চীজ দিয়ে ভরে চ্যাপ্টা করে গড়ে নিন। কড়াইতে অল্প তেল দিয়ে একদম কম আঁচে অনেক সময় ধরে ভেজে নিন। এবার চা এর সাথে বৃষ্টির আবহাওয়া উপভোগ করতে করতে স্বাদ গ্রহন করুন তেঁতুল এর চাটনী সহিত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes