পাস্তা স্যালাড (Pasta Salad recipe in bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

পাস্তারেসিপি

পাস্তা স্যালাড (Pasta Salad recipe in bengali)

পাস্তারেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

60 মিনিট
4 জন
  1. 250 গ্রামপাস্তা
  2. 4টেবিল চামচ মেয়োনিজ
  3. 2টেবিল চামচ ক্রিম চীজ
  4. 1টেবিল চামচ মধু
  5. 1টেবিল চামচ উরসেসটার সস
  6. 1 চা চামচমাস্টার্ড সস
  7. 1 চা চামচঅরিগানো
  8. 1 চা চামচমিক্স হার্ব
  9. 1টেবিল চামচ বালসামিক ভিনিগার
  10. 1টেবিল চামচ অলিবয়েল
  11. 1/2 কাপগাজর গোল করে কাটা
  12. 1/2 কাপবিন্স
  13. 1/2 কাপবেবি কর্ন
  14. 1/2 কাপসুইট কর্ন !
  15. 1/2 কাপলাল হলুদ সবুজ ক্যাপ্সিকাম
  16. 8 টালেটুস পাতা
  17. 250 গ্রামবোনলেস চিকেন ব্রেস্ট
  18. 1 চা চামচগোলমরিচ
  19. 1টেবিল চামচ লেবুর রস
  20. 2টেবিল চামচ সাদা তেল
  21. 1টেবিল চামচ মাখন
  22. স্বাদ মতোনুন
  23. 2 টোপিঁয়াজ চৌকো করে কাটা
  24. 1 চা চামচআদা রসুন বাটা
  25. 1 মুঠোস্প্রিং অনিয়ন
  26. 1টেবিল চামচ টম্যাটো সস
  27. 2টেবিল চামচ প্রসেসেড চীজ

রান্নার নির্দেশ সমূহ

60 মিনিট
  1. 1

    বোনলেস চিকেন নিয়ে ছোটো ছোটো পিস করে নিয়ে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে। লেবুর রস গোলমরিচ নুন আদা রসুন বাটা সাদা তেল মাখিয়ে নিতে হবে। পাস্তা সেদ্ধ করে রাখতে হবে।আনাজ কেটে নিয়ে রাখতে হবে। সমস্ত আনাজ চৌকো করে কাটা হবে।

  2. 2

    আঁচে কড়া বসিয়ে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে পিয়াজ ভাজতে হবে। একে একে সমস্ত আনাজ নাড়াচাড়া করে নিতে নাড়ার সময় মাখন দিয়ে নাড়তে হবে।সামান্য নুন দিয়ে আচঁ বাড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আরেকটি প্যানে তেল দিয়ে চিকেন টা সতে করে রাখতে হবে।

  3. 3

    এবার সস তৈরি করতে হবে। মেয়োনিজ ক্রিম চীজ ভিনিগার অলিবয়েল মধু উরসেসটার সস গোলমরিচ হার্ব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রাখতে হবে।

  4. 4

    পাস্তা সাদা তেল নুন টম্যাটো সস দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে

  5. 5

    এবার লেটুসের উপর পাস্তা তার উপর ভেজিটেবল তার উপর সস হার্ব গোলমরিচ প্রসেসেড চীজ ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes