ভ্যানিলা হার্ট কুকিজ (Vanilla heart cookies recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

#GA4
#Week12
এবারের ধাঁধা থেকে কুকিজ (Cookies) বেছে নিয়ে ভ্যানিলা হার্ট সেপ কুকিজ বানানোর চেষ্টা করেছি।

ভ্যানিলা হার্ট কুকিজ (Vanilla heart cookies recipe in Bengali)

#GA4
#Week12
এবারের ধাঁধা থেকে কুকিজ (Cookies) বেছে নিয়ে ভ্যানিলা হার্ট সেপ কুকিজ বানানোর চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/4 কাপবাটার
  2. 1/2 কাপপাউডার সুগার
  3. 3/4 কাপময়দা
  4. 1/4 চা চামচভ্যানিলা এসেন্স
  5. 1/2 চা চামচবেকিং পাউডার
  6. 2-3 ফোঁটারেড/পিঙ্ক ফুড কালার
  7. প্রয়োজন মতোদুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা মিক্সিং বোলে বাটার, পাউডার সুগার ভালো করে মিক্স করে ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। এবার এতে অল্প অল্প করে ময়দা দিতে হবে। বেকিং পাউডার দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    মিশ্রণটা 2 : 1 অনুপাতে ভাগ করে বেশি অংশটায় রেড/পিঙ্ক ফুড কালার মিশিয়ে....অল্প দুধ দিয়ে মেখে নিতে হবে। অপর সাদা অংশটাও দুধ দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    রঙীন অংশটা হাত দিয়ে গোল করে একটা পরিষ্কার পলিথিন পেপারের মধ্যে রেখে একটু মোটা করে বেলে,,,,হার্ট সেপ কুকি কাটার দিয়ে হার্ট কেটে নিতে হবে।

  4. 4

    একটা হার্টের উপর জল ব্রাশ করে তার উপরে আরেকটা হার্ট বসাতে হবে। এইভাবে প্রত্যেকটা হার্ট বসিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

  5. 5

    ফ্রিজ থেকে বের করে শক্ত সেট হয়ে যাওয়া এই হার্টের অংশটার চারপাশ,,,, আগে থেকে মেখে রাখা যে সাদা অংশটা ছিল সেটা দিয়ে মুড়ে ফেলতে হবে। ভালো করে পলিথিন পেপারের সাহায্য রোল করে,,,, এটাও 30 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে।

  6. 6

    ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। একটা কড়াইতে এক কাপ নুন দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে 5 - 7 মিনিট প্রি হিট করে নিতে হবে।

  7. 7

    এবার একটা থালায় বাটার পেপার দিয়ে তার উপরে এই গোল করে কাটা কুকিজ গুলো অনেকটা গ্যাপ রেখে সাজিয়ে নিতে হবে। আমার গ্যাপ রাখাটা একটু কম হয়ে গিয়েছিল,,,, তাই একটা কুকিজের গায়ে আরেকটা লেগে গিয়েছিল। আপনারা যখন বানাবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন।

  8. 8

    এবার এই থালাটা প্রি হিট করা কড়াইতে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট বেক করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণই মজাদার ভ্যানিলা হার্ট সেপ কুকিজ। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes