রেড সেন্টার্ড ভ্যানিলা ক্যুকিজ(Red centered vanilla cookies recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#ebook2
#NoOvenBaking
এই রেসিপি টিও শেফ নেহার ভিডিও দেখে শেখা। উনি মাঝখানে রেড হার্ট বানিয়েছিলেন কিন্তু আমার কাছে কুকি কাটার নেই তাই আমার টা গোলাকার করেছি।

রেড সেন্টার্ড ভ্যানিলা ক্যুকিজ(Red centered vanilla cookies recipe in Bengali)

#ebook2
#NoOvenBaking
এই রেসিপি টিও শেফ নেহার ভিডিও দেখে শেখা। উনি মাঝখানে রেড হার্ট বানিয়েছিলেন কিন্তু আমার কাছে কুকি কাটার নেই তাই আমার টা গোলাকার করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ও ১/২ ঘণ্টা
৪ জন
  1. ৩/৪ কাপ ময়দা
  2. ১/২ কাপ গুঁড়ো চিনি
  3. ১/৪ কাপ কুকিং বাটার
  4. ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  5. ১ চা চামচ রেড ফুড কালার
  6. ১/২ চা চামচ বেকিং পাউডার
  7. ১/৪ চা চামচ বেকিং সোডা
  8. ১ টেবিল চামচ দুধ

রান্নার নির্দেশ সমূহ

১ ও ১/২ ঘণ্টা
  1. 1

    প্রথমে বাটার ও চিনি ভালো করে মেশাতে হবে। এতে ভ্যানিলা এসেন্স দিতে হবে।

  2. 2

    এবার অন্য পাত্রে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে একটু একটু করে বাটার ও চিনির মিশ্রণে হালকা ভাবে মেশাতে হবে তাহলে কুকি মুচমুচে হবে।

  3. 3

    এবার মিশ্রণটি দুই ভাগে ভাগ করতে হবে, একটি কম একটি বেশি হবে।

  4. 4

    যেটি কম তাতে সামান্য দুধ মিশিয়ে এটি নরম ডো বানাতে হবে।

  5. 5

    যেটি বেশি অংশ তাতে রেড ফুড কালার ও সামান্য দুধ মিশিয়ে আর একটি ডো বানাতে হবে।

  6. 6

    এবার লাল ডো টি বাটার পেপারে রেখে রোল করে একটি গোল লম্বা সিলিন্ডার আকারে বানাতে হবে। এটি ডীপ ফ্রিজে ৩০ মিনিট রাখতে হবে।

  7. 7

    এরপর সাদা ডো টি বাটার পেপারের ভিতরে রেখে মোটা রুটির মত বেলে লাল ডো টি ভিতরে রেখে সাদা রুটি দিয়ে পুরো ঢেকে দিতে হবে ও আর একবার রোল করতে হবে।

  8. 8

    এবার ছুরি দিয়ে ১/২ সেমি মোটা করে কুকিজ কাট তে হবে।

  9. 9

    এখন গ্যাসে কড়াই রেখে ওতে কিছু নুন দিয়ে তার ওপর কুকারের প্লেট রাখতে হবে ও করাইটি ঢেকে গরম করতে হবে।

  10. 10

    এবার একটি প্লেটে কুকিজ গুলো রেখে গরম করাই তে রেখে এবার ঢেকে দিতে হবে।

  11. 11

    ২০ মিনিট পর কুকিজ গুলো হালকা বাদামি হলে বের করে ওয়ার রাকে রেখে পুরো ঠান্ডা করতে হবে। কুকিজ এয়ার টাইট কৌটো তে ১ মাস পর্যন্ত রেখে দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes