ভ্যানিলা হার্ট কুকিজ (vanilla heart cookies recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#NoOvenBaking

আমরা বেকিং সাধারণত ওভেনের মধ্যে করে থাকি।নেহা যে এই সিরিজে আমাদেরকে ওভেন ছাড়া বেকিং শিখিয়ে খুবই উপকৃত করেছেন। নেহা জির শেখানো ভ্যানিলা হার্ট কুকিজ দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু হয়েছে ওভেন ছাড়া এর জন্য নেহাজী কে অসংখ্য ধন্যবাদ।

ভ্যানিলা হার্ট কুকিজ (vanilla heart cookies recipe in Bengali)

#NoOvenBaking

আমরা বেকিং সাধারণত ওভেনের মধ্যে করে থাকি।নেহা যে এই সিরিজে আমাদেরকে ওভেন ছাড়া বেকিং শিখিয়ে খুবই উপকৃত করেছেন। নেহা জির শেখানো ভ্যানিলা হার্ট কুকিজ দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু হয়েছে ওভেন ছাড়া এর জন্য নেহাজী কে অসংখ্য ধন্যবাদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৪জন
  1. ৩/৪কাপ ময়দা
  2. ১চা চামচ ভ্যানিলা এসেন্স
  3. ৪চা চামচ বাটার
  4. ১/২কাপ গুঁড়ো চিনি
  5. ৪ ফোঁটারেড ফুড কালার
  6. ৪ চা চামচ দুধ
  7. ১/২চা চামচ বেকিং পাউডার

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে একটা মিক্সিং বোল এরমধ্যে বাটার আর গুঁড়ো চিনি নিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে।

  2. 2

    এবার ওর মধ্যে ময়দা বেকিং পাউডারটা একটা চালনির মধ্যে দিয়ে আস্তে আস্তে একবারে নয় অল্প অল্প করে বাটার এর মিশ্রণের মধ্যে মেশাতে হবে।

  3. 3

    ময়দাটা কে হালকা হালকা মিশিয়ে নিয়ে দুই ভাগে ভাগ করে নিতে হবে।

  4. 4

    একটার মধ্যে সামান্য ভ্যানিলা এসেন্স আর দুই চামচ দুধ দিয়ে মেখে নিতে হবে।

  5. 5

    আরেকটাতে রেড ফুড কালার মেশাতে হবে তারপর ওটাকে দু'চামচ দুধ দিয়ে আর ভ্যানিলা এসেন্স দিয়ে মেখে নিতে হবে।

  6. 6

    এবার একটা হার্ট সেপের কুকিকাটার দিয়ে ওই রেড কালারের ডোটা বাটার পেপার এর মধ্যে একটু বেলে নিয়ে হার্ট শেপ করে কেটে নিতে হবে।

  7. 7

    এবার ওই হার্ট শেপ গুলোকে পরপর জল দিয়ে জোড়া লাগিয়ে ফ্রিজাররের মধ্যে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে।

  8. 8

    ৩০ মিনিট পর ওটাকে বার করে ওর মধ্যে সাদা ভ্যানিলা ডো টা দিয়ে ওটা ওর উপর ভালো করে জড়িয়ে দিয়ে আবার ফ্রিজের মধ্যে ৩০মিনিটের জন্য রাখতে হবে।

  9. 9

    ৩০ মিনিট পর ফ্রিজ থেকে বার করে একটা ছুড়ির সাহায্যেওগুলো গোল কুকিজ এর মত করে কেটে নিতে হবে।

  10. 10

    এবার একটা করাইয়ের মধ্যে নুন দিয়ে তারমধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য প্রি হিট করে নিতে হবে।

  11. 11

    এবার একটা প্লেট এর মধ্যে বাটার পেপার রেখে ওগুলো কে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে ২৫ মিনিটের জন্য।

  12. 12

    ২৫ মিনিট পর ঢাকনা খুলে ওগুলোকে কড়াই থেকে বার করে একটা রেকের মধ্যে ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে।

  13. 13

    ঠান্ডা হয়ে গেলে ওগুলোকে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes