ম্যাংগো কুলফি (Mango kulfi recipe in Bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

ম্যাংগো কুলফি (Mango kulfi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৪ জন
  1. ২ টি গোটা আম
  2. ১ কাপ ক্রিম
  3. ১/২ কাপ কনডেন্স মিল্ক
  4. ১/২ কাপ গুঁড়ো দুধ
  5. ১/২ কাপ দুধ
  6. ১/২ কাপ আমের পিউরি
  7. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    আমের মুখটা কেটে আঁটি টা আস্তে আস্তে বের করে নিতে হবে।

  2. 2

    ক্রিম, কনডেন্স মিল্ক,দুধ, গুঁড়ো দুধ,চিনি, আমের পিউরি সব একসাথে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফাটাতে হবে। ফাটানো হলে মিশ্রণটা একটা এয়ারটাইট কন্টেইনার এ রেখে ফ্রিজে রেখে দিতে হবে। ১ এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একবার নেড়ে দিতে হবে এইভাবে দুই থেকে তিনবার বের করে নেরে নিতে হবে।

  3. 3

    এরপর মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে আমের মধ্যে ঢুকিয়ে আমের কাটা মুখটা লাগিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ৭ থেকে ৮ঘন্টার জন্য।

  4. 4

    ৮ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কেটে কেটে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ম্যাংগো কুলফি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes