ম্যাঙগো স্টাফড কুলফি (Mango stuffed kulfi recipe in bengali)

Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
Kona...bajar... mondal Para.... Howrah

সবাই ম্যাঙগো কুলফি বানাচ্ছে
তাই আমি ও চেষ্টার কোনো ত্রুটি করলাম না
বানিয়ে ফেললাম।
আর চেষ্টা করলে কিনা হয়।

ম্যাঙগো স্টাফড কুলফি (Mango stuffed kulfi recipe in bengali)

সবাই ম্যাঙগো কুলফি বানাচ্ছে
তাই আমি ও চেষ্টার কোনো ত্রুটি করলাম না
বানিয়ে ফেললাম।
আর চেষ্টা করলে কিনা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪জন
  1. ৫০০গ্রাম দুধ(লিকুইড)
  2. ২স্লাইস পাউরুটি
  3. ১চিমটি জাফরান
  4. ৪টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  5. ৪টেবিল চামচ চিনি
  6. ১/৪ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  7. ১ টি মাঝারি আম

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    দুধ টা ঘন করে ১/২ করে নিতে হবে।

  2. 2

    আর ঘন করার সময় ই এক এক করে কনডেন্সড মিল্ক, চিনি দিতে হবে আর এর মেন উপকরন যেটি সেটি হল পাঁউরুটি টুকরো টুকরো করে ঘন দুধের মধ্যে দিয়ে নাড়তে হবে বেশ ঘন হয়ে এলে মানে ক্ষীর এর মতো হয়ে এল একচিমটি কেশর ও এলাচের গুড়ো টা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ঠান্ডা করে আমের মুখটা কেটে ভিতর থেকে শাঁড়াশি দিয়ে আঁটি টা বের করে নিয়ে আমের মধ্যে কুলফির জন্য যে দুধ টা ঘন করে ছিলাম সে টা ঢেলে দিয়ে আম টা কেটে যে যে আঁটি বের করে ছিলাম সেটি ঢাকা দিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে পরের দিন জমে গেলে আমের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে উপরে পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন ম্যাংগো স্টাফড কুলফি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
Kona...bajar... mondal Para.... Howrah
আমি ভীষণ খেতে ভালো বাসি..... মূলত রাননা করা টা আমার প্যাশন...... আমার বেবি হওয়ার পর যেহেতু ওকে কোনো বাইরের খাবার খাওয়াতামনা তখন থেকেই আমি চেষ্টা করতাম মেয়ে কে নানা রকম খাবার বাড়ি তেই বানিয়ে খাওয়া তে.... আর আমার স্বামী আমাকে সব কাজেই উৎসাহ দেয়.... এই রান্না করা তে ও যথেষ্ট উৎসাহিত করে...... কোনো সময় হয়তো রান্না ভালো হয়নি তখন ও হাসি মুখে তা খেয়ে বলেছে করতে করতেই শিখবে..... আমি যেমন খেতে ভালো বাসি তেমনি খাওয়াতেও..... আমি বিভিন্ন ধরনের রান্না শিখতে চাই এই গ্রুপ এর সাথে যুক্ত হয়ে আমি আরও নানা ধরনের রান্না শিখতে চাই
আরও পড়ুন

Similar Recipes