আপেলের প্যান কেক (apple pan cake recipe in bengali)

Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

#CookpadTurns4
কুকপ্যাডের জন্মদিন উপলক্ষে আমি ফল হিসেবে আপেল বেছে নিয়েছি ।

আপেলের প্যান কেক (apple pan cake recipe in bengali)

#CookpadTurns4
কুকপ্যাডের জন্মদিন উপলক্ষে আমি ফল হিসেবে আপেল বেছে নিয়েছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4jon
  1. 1 টাআপেল
  2. 1 কাপময়দা
  3. 1 চা চামচবেকিং পাউডার
  4. 1 চিমটিনুন
  5. 1 টেবিল চামচ বাটার /মাখন
  6. 3 টেবিল চামচ গুঁড়ো চিনি
  7. 1 কাপহালকা গরম জল
  8. 1/2 চা চামচভ্যানিলা এসেন্স
  9. 3 টেবিল চামচবাটার/ মাখন

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে আপেল টাকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে । এবার এই আপেলের টুকরো গুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে । তারপর একটা বাটিতে ময়দা,বেকিং পাউডার আর নুন সব উপকরণ গুলো ঢেলে মিশিয়ে নিতে হবে ।

  2. 2

    এরপর আলাদা একটি বাটিতে বাটার আর চিনি একসাথে মিশিয়ে নিতে হবে ।বাটার আর চিনি টা ভালোভাবে মেশানোর পর অল্প জল আর আপেলের পেস্ট টা দিতে হবে । তারপর মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে মেশাতে হবে। শেষে আবার বাকি জল টা দিয়ে ব্যাটার টা বানিয়ে নিতে হবে । এবার ব্যাটারের মধ্যে ভেনিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে । এরপর প্যান গরম করে অল্প বাটার দিয়ে হাতা দিয়ে অল্প অল্প করে ব্যাটার টা ঢালতে হবে। একদিক হয়ে গেলে আর এক দিক ভেজে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

Similar Recipes