ড্রাইফ্রুটস চকলেট কেক (Dry fruits Chocolate cake recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#CookpadTurns4

জন্মদিন উপলক্ষে পায়েসের পাশাপাশি কেকের উপস্থিতিও সবার কাম্য। কেকের নাম শুনলেই মনটা খুশি হয়ে যায়। তাই কুকপ্যাডের জন্মদিন উপলক্ষে কুক উইথ ড্রাইফ্রুটস এ আমি বানিয়েছি ড্রাইফ্রুটস চকলেট কেক।

ড্রাইফ্রুটস চকলেট কেক (Dry fruits Chocolate cake recipe in Bengali)

#CookpadTurns4

জন্মদিন উপলক্ষে পায়েসের পাশাপাশি কেকের উপস্থিতিও সবার কাম্য। কেকের নাম শুনলেই মনটা খুশি হয়ে যায়। তাই কুকপ্যাডের জন্মদিন উপলক্ষে কুক উইথ ড্রাইফ্রুটস এ আমি বানিয়েছি ড্রাইফ্রুটস চকলেট কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25-30 মিনিট
4 জন
  1. 1.5কাপময়দা
  2. 1.5 কাপগুরো চিনি
  3. 1.5কাপসাদা তেল
  4. 1 চা চামচবেকিং সোডা
  5. 1 চা চামচবেকিং পাউডার
  6. 2 1/2 চা চামচকোকো পাউডার
  7. 1/2 কাপড্রাইফ্রুটস কুচি (কাজু, কিসমিস, পেস্তা,কাঠবাদাম, খেজুর)
  8. 3-4 ফোঁটাভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

25-30 মিনিট
  1. 1

    ময়দার সাথে কোকো পাউডার, বেকিং সোডা ও বেকিং পাউডার মিশিয়ে রাখতে হবে। চিনি গুরো করে নিতে হবে। তেল, ড্রাইফ্রুটস সব এক জায়গায় করে রাখতে হবে।

  2. 2

    কেকের প্যানে অয়েল ব্রাশ করে ময়দা দিয়ে ডাসটিং করে নীচে একটা বাটার পেপার সেট করে রাখতে হবে।

  3. 3

    একটা বড় বাটিতে তেল ও চিনি নিয়ে বিটার এর সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনি গলে তেলের সাথে মিশে গেলে ময়দার মিশ্রণটা অল্প অল্প করে এই গোলায় দিয়ে মেশাতে হবে। পুরো ময়দা টা মেশানো হয়ে গেলে একটা দলা মতো হয়ে যাবে। এই সময় দুধ মিশিয়ে মিশ্রণ টা পাতলা করতে হবে।

  4. 4

    মিশ্রণের ঘনত্ব ঠিক হলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স ও কেটে রাখা ড্রাইফ্রুটস মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এখন এই মিশ্রণ কেক টিনে ঢেলে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে থাকা এয়ার বাবল গুলো বেরিয়ে যায়। এখন ওপর থেকে আরো কিছুটা কুচানো ড্রাইফ্রুটস ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    এখন কেক ওভেনে কেক টিন বসিয়ে প্লাগের সুইচ অন করে দিতে হবে। 15-20 মিনিট পর একবার ঢাকা খুলে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে, যে ভেতরটা ঠিক মতো বেক হয়েছে কিনা। যদি টুথপিকের গায়ে চটচটে মিশ্রণ লেগে যায় তাহলে আরো 4-5 মিনিট বেক করে সুইচ অফ করে দিয়ে ঢাকা খুলে দিতে হবে।

  7. 7

    এরপর একটু ঠান্ডা হলে কেক টিনটা কেক ওভেন থেকে বের করে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কেটে পিস করে পরিবেশন করতে হবে টেস্টি টেস্টি ড্রাইফ্রুটস চকলেট কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes