আপেল প্যানকেক (apple pancake recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

 #CookpadTurns4
#week1

আপেল প্যানকেক মূলত বিদেশি ব্রেকফাস্ট রেসিপি হলেও এটা বেশ সুস্বাদু ও পুষ্টিকর। অনেক বাচ্চারাই আপেল খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে আপেল প্যানকেক খাওয়ালে তারা বেশ খুশি মনে খাবে।

আপেল প্যানকেক (apple pancake recipe in bengali)

 #CookpadTurns4
#week1

আপেল প্যানকেক মূলত বিদেশি ব্রেকফাস্ট রেসিপি হলেও এটা বেশ সুস্বাদু ও পুষ্টিকর। অনেক বাচ্চারাই আপেল খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে আপেল প্যানকেক খাওয়ালে তারা বেশ খুশি মনে খাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
3জন
  1. 1 কাপময়দা
  2. 1/2 কাপআপেল পেস্ট
  3. 1টেবিল চামচ বাটার
  4. 4টেবিল চামচ চিনি
  5. 1/2 কাপদুধ
  6. 2টেবিল চামচ সাদা তেল
  7. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  8. 1/2 চা চামচবেকিং পাউডার

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    দুটো আপেল খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে চিনি দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা মিক্সিং পাত্রে ময়দা, গলানো বাটার, আপেল পেস্ট, বেকিং পাউডার, দুধ মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে। এর মধ্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার খুব পাতলা হবে না।

  3. 3

    এবার নন স্টিক প্যান বসিয়ে তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার ঢেলে কম আঁচে 1-2 মিনিট একটা সাইড ভেজে, উল্টে আরো একটা সাইড ভেজে নিতে হবে।

  4. 4

    ব্যাস রেডি হয়ে গেলে আপেল প্যানকেক। পরিবেশনের সময় ওপর বাটার কিউব আর টুকরো আপেলের সাথে পরিবেশন করুন অসাধারণ স্বাদের এই আপেল প্যানকেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

Similar Recipes