চিকেন কারি(chicken curry recipe in Bengali)

Nanda Dey
Nanda Dey @cook_25252310

#kitchenalbela
2nd week
চিকেন কারি পদটি খেতে খুবই ভালো। বেঙ্গলিদের যেকোন অনুষ্ঠানে এই পদটি খুব চলে।

চিকেন কারি(chicken curry recipe in Bengali)

#kitchenalbela
2nd week
চিকেন কারি পদটি খেতে খুবই ভালো। বেঙ্গলিদের যেকোন অনুষ্ঠানে এই পদটি খুব চলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৬০০ গ্রাম দেশি মুরগির মাংস পাখা ছাড়ানো।
  2. ১০০ গ্রাম সর্ষের তেল
  3. ২ টো তেজপাতা
  4. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ২ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচ রসুন বাটা
  9. ১ টি মাঝারি পেঁয়াজ কুচি
  10. ১ টি কাঁচালঙ্কা কুঁচি
  11. ২ টেবিল চামচ টকদই
  12. ২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. স্বাদ মতোনুন
  15. ১ টি বড়আদা কুচি
  16. ১ টা বড় পেঁয়াজ বাটা
  17. ১ চা চামচ চিনি
  18. ২ টো আলু ৪ টুকরো করা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মুরগি পরিস্কার করে ধুয়ে নিয়ে ভিনিগার, নুন দিয়ে মেখে ১৫ মিনিট মতো রেখে দিতে হবে। আলু ভেজে নিতে হবে।

  2. 2

    এরপর মাংসে ৫০ গ্রাম তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মসলা গুঁড়ো, চিনি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ২ ঘন্টা র জন্য ম্যারিনেট করতে হবে।

  3. 3

    তারপর কড়াতে বাকি ৫০ গ্রাম তেল দিয়ে গরম করে তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ম্যারিনেটেড মাংস আর ভাজা আলু দিয়ে কষাতে হবে।১০ মিঃ কষিয়ে ২ কাপ জল দিয়ে ঢাকা দিতে হবে। সেদ্ধ হলে গরম মসলা মিস্টি দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nanda Dey
Nanda Dey @cook_25252310

Similar Recipes