চিলি বেবি কর্ন(chilli baby corn recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

চিলি বেবি কর্ন(chilli baby corn recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2/3 সারভিংস
  1. ২০০ গ্রাম বেবিকর্ন
  2. ১ টি ক্যাপ্সিকাম
  3. ২ টি পেঁয়াজ
  4. ৩-৪ টি কাঁচা মরিচ
  5. ২ চা চামচ টমেটো সস
  6. ১ চা চামচ চিলি সস
  7. ১ চা চামচ সয়া সস
  8. ২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার
  9. স্বাদমতলবণ
  10. পরিমানমতোতেল
  11. পরিমান মতজল
  12. ২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  13. ১ চা চামচ রসুন কুচি
  14. ১ চা চামচ আদা কুচি
  15. ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে বেবিকর্ন গুলো ছোট ছোট করে কেটে জলে এক মিনিট ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    এবার জল ঝরিয়ে বেবিকন গুলোতে কনফ্লাওয়ার লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে।

  3. 3

    উপকরণ গুলো কেটে নিতে হবে

  4. 4

    এবার কড়াইয়ে তেল দিয়ে আদা ও রসুন কুচি একটু ভেজে তারপর কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিতে হবে।

  5. 5

    এবার টমেটো সস, সয়া সস,ও চিলি সস দিয়ে ভাল করে ভেজে নিয়ে ক্যাপ্সিকাম কুচি গুলো দিয়ে দিতে হবে। স্বাদমতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিতে হবে।

  6. 6

    এক চামচ কনফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রাখতে হবে। এবার গুলে রাখা কনফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে।

  7. 7

    এবার ফুটে উঠলে বেবিকন গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

  8. 8

    রেডি হয়ে গেল আমাদের গরম গরম চিনি বেবি কর্ন। এবার গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes