ক্রিস্পি চিলি বেবি কর্ন (crispy chilli baby corn recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#GA4
#Week13 এই সপ্তাহে ধাঁধা থেকে চিলি বেছে নিয়েছি,বানিয়েছি চিলি বেবি কর্ন,দারুন টেষ্টি হয়েছে।

ক্রিস্পি চিলি বেবি কর্ন (crispy chilli baby corn recipe in Bengali)

#GA4
#Week13 এই সপ্তাহে ধাঁধা থেকে চিলি বেছে নিয়েছি,বানিয়েছি চিলি বেবি কর্ন,দারুন টেষ্টি হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ৮টিবেবি কর্ন
  2. ১/৪কাপময়দা
  3. ১/৪কাপকর্নফ্লাওয়ার
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. ২চা চামচআদা রসুন বাটা
  6. ২চা চামচআদা রসুন কুচি
  7. ২টোপেয়াঁজ
  8. ১টাক‍্যাপ্সিকাম
  9. ২টোলঙ্কা
  10. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. ১চা চামচলেবুর রস
  12. ১চা চামচ সয়াসস
  13. ১চা চামচরেড চিলি সস
  14. ২চা চামচটমেটো কেচাপ
  15. ১চা চামচচিনি
  16. ১চা চামচকর্ন ফ্লাওয়ার
  17. ২ চা চামচ জল
  18. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল
  19. ২ চা চামচরান্নার জন্য তেল
  20. ১/৪কাপজল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে বেবি কর্ন ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি

  2. 2

    এবার কর্নের টুকরো গুলো ভাপিয়ে নিয়েছি।একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, আদা,রসুন বাটা, গোলমরিচ গুড়ো ও একটু জল দিয়ে বেবি কর্ন গুলো মাখিয়ে নিয়েছি।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে বেবি কর্ন গুলি একবার ভেজে নিয়ে পরে আরও একবার লাল করে ভেজে নিয়েছি

  4. 4

    এবার পেয়াঁজ, রসুন, ক‍্যাপসিকাম একটু বড় করে কেটে নিয়েছি

  5. 5

    কড়াইয়ে ২ চামচ তেল দিয়ে গরম হলে রসুন কুচি, ২টো লঙ্কা, আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পেয়াঁজ কুচি, ক‍্যাপসিকাম কুচি দিয়ে মিনিট তিনেক নাড়াচাড়া করে টমেটো কেচাপ, রেড চিলি সস,নুন,গোলমরিচ গুড়ো, সয়াসস,দিয়ে নাড়িয়ে ১/৪ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।ভালো করে ফূটে উঠলে বেবি কর্ন গুলো দিয়ে নাড়াচাড়া করে আরও একটু রান্না হতে দেব

  6. 6

    এবার প্রায় হয়ে গেলে লেবুর রস,১ চামচ চিনি ও কর্ন ফ্লাওয়ার জলে গুলে ওর মধ্যে দিয়ে প্রায় শুখনো মতো হয়ে আসলে নামিয়ে নেব।

  7. 7

    এবার প্লেটে ডেলে পেয়াঁজ রিং ও লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes