আটা লেমন চেরি কেক(atta lemon cherry cake recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

আটা লেমন চেরি কেক(atta lemon cherry cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কাপআটা
  2. ১টাকমলা লেবু
  3. ৬টাখেজুর
  4. ২টোডিম
  5. ১কাপচিনি
  6. ১/২কাপ দুধ
  7. ১চা চামচবেকিং পাউডার
  8. ৪চা চামচটুটি ফ্রুটি
  9. ৫০গ্রামমাখন
  10. ১চিমটিনুন
  11. ৪ ফোঁটালেমন ফ্লেবার
  12. ১/২চা চামচভ্যানিলা এসেন্স
  13. ১ চা চামচলেমন জেস্ট
  14. ১০টাচেরি
  15. ২ চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে লেবু রস বের করে নিয়ে তাতে চেরি ও খেজুর কুচি করে কেটে ভিজিয়ে রাখতে হবে ২ ঘণ্টা

  2. 2

    এরপর ডিম চিনি ও সাদা তেল মিক্সার এ ব্লেন্ড করে নিতে হবে।

  3. 3

    এরপর ওই ভিজানো চেরি খেজুর এর সাথে ডিম এর গোলা মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর তাতে আটা অল্প অল্প দুধ মিশিয়ে নিয়ে তাতে নুন বেকিং পাউডার ও লেমন ফ্লেবার ও ভেনিলা এসেন্স মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর তাতে লেমন জেস্ট মিশিয়ে একটা আগে থেকে গরম করা তলা মোটা পাত্রে ওই কেক এর মিশ্রণ টা ঢেলে নন স্টিক কড়াই তে বসিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে।

  6. 6

    ৪০/৫০মিনিট বেক করতে হবে।এভাবেই রেডি হয়ে যাবে কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

Similar Recipes