চকলেট ক্যাপেচিনু আটা কেক(chocolate cappuccino atta cake recipe i

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

#GA4
#week14
আমি এবারের ধাঁধা থেকে বেছে নিয়েছি wheat cake

চকলেট ক্যাপেচিনু আটা কেক(chocolate cappuccino atta cake recipe i

#GA4
#week14
আমি এবারের ধাঁধা থেকে বেছে নিয়েছি wheat cake

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
6 জনের জন্য
  1. 1/2 কাপআটা
  2. 1/2 কাপচিনি
  3. 2 টিডিম
  4. 2টেবিল চামচ কোকো পাউডার
  5. 1টেবিল চামচ কফি
  6. 100 গ্রামবাটার /মাখন
  7. 1 চিমটিলবণ
  8. 1/2 চা চামচবেকিং পাউডার
  9. 1/2 চা চামচবেকিং সোডা
  10. 1/4 কাপগুঁড়া দুধ
  11. 2 টিচেরি
  12. স্বাদমতোচকলেট সিরাপ
  13. 1 চা চামচভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে আমি সব শুকনো উপকরণ এক সাথে চেলে নিব।

  2. 2

    তারপর ২ টি ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে নিব। যখন সাদা অংশ টা ফ্লাপি হবে তখন ডিমের কুসুম টা দিয়ে 2 মিনিট বিট করে নিব।

  3. 3

    তারপর শুকনো উপকরণ গুলি আবারও চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আস্তে আস্তে এক সাইড থেকে একটি স্পেচুলার সাহায্য বেটার টা মিশিয়ে নিব। খুব ভালো ভাবে যাতে কোন দানাদার কিছু না থাকে।

  4. 4

    এখন কেকের মোলডে একটি ব্রাশের সাহায্যে বাটার লাগিয়ে দিব, তারপর কেকের বেটার টা ঢেলে দিব, দিয়ে ট্যাপ করে নিব।

  5. 5

    এখন আগে থেকেই চুলায় একটি পেন বসিয়ে তার মধ্যে একটি ইস্টেন বসিয়ে হিট করে নিব, তারপর কেকের মোলড টা পেনের ভিতর বসিয়ে দিব।

  6. 6

    30. মিনিট পর ঢাকনা খুলে চেরিটা চিকন করে কেটে কেকের উপর বসিয়ে দিব, দিয়ে আবার ঢেকে দিব, 45 মিনিট পর একটি কাঠি ঢুকিয়ে চেক করে নিব, কাঠিটা সম্পূর্ণ পরিস্কার আসলে কেকটা নামিয়ে ঢেকে রাখবো যাতে কেকটা চুপসে না যায়।

  7. 7

    তারপর। ঠান্ডা করে কেকের উপরে চকলেট সিরাপ দিয়ে কেটে পরিবেশন করবো মজার চকলেট ক্যাপেচিনু কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes