জাফরানি মুর্গ (Jafraani Murg recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#Baburchihut
#প্রিয়রেসিপি
মুরগির বিভিন্ন রকম রেসিপির মধ‍্যে এই বিশেষ রেসিপিটি আমার খুব প্রিয়। ঘরোয়া অনুষ্ঠানে যেমন জন্মদিন, বিবাহবার্ষিকীতে এই রান্নাটি আমি ক‍রে থাকি। খেতে অনবদ‍্য।

জাফরানি মুর্গ (Jafraani Murg recipe in Bengali)

#Baburchihut
#প্রিয়রেসিপি
মুরগির বিভিন্ন রকম রেসিপির মধ‍্যে এই বিশেষ রেসিপিটি আমার খুব প্রিয়। ঘরোয়া অনুষ্ঠানে যেমন জন্মদিন, বিবাহবার্ষিকীতে এই রান্নাটি আমি ক‍রে থাকি। খেতে অনবদ‍্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
৬-৭ জন
  1. ১কেজিচিকেন
  2. ২টেবিল চামচপাতিলেবুর রস
  3. স্বাদমতোলবণ
  4. বিশেষ মশলার উপকরণ:
  5. ৬ টেশুকনোলঙ্কা
  6. ৩ টেতেজপাতা
  7. ১টেবিল চামচগোটা জিরে
  8. ১চা চামচমৌরি
  9. ১০-১২ টাগোটা গোলমরিচ
  10. ৪ টে এলাচ
  11. ২"দারচিনি
  12. ৪ টেলবঙ্গ
  13. ১চা চামচহলুদ গুঁড়ো
  14. ১চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  15. ২চা চামচধনেগুঁড়ো
  16. ১চা চামচশাহী গরম মশলা
  17. বাকি উপকরণ:
  18. ২ টোপেয়াজ
  19. ১"আদা
  20. ১০কোয়ারসুন
  21. ৪ টে কাঁচালঙ্কা
  22. ১আঁটিধনেপাতা
  23. ১/২কাপটকদই
  24. ২টেবিল চামচকাজুবাটা
  25. ১বড় চিমটিজাফরান
  26. ১কাপউষ্ণ দুধ
  27. ১টেবিল চামচধনেপাতা কুচি
  28. ৪টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    বিশেষ মশলার সব গোটা উপকরণ শুকনো তাওয়ায় চমকে নিয়ে ঠান্ডা হলে বাকি গুঁড়ো মশলা যোগ করে মিক্সার জারে একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা একসাথে বেটে একটা মিহি পেস্ট বানাতে হবে।

  2. 2

    চিকেন ধুয়ে পাতিলেবুর রস মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর লেবুররস ফেলে দিয়ে ২টেবিলচামচ টকদ‌ই ও ২চা চামচ বিশেষ মশলা দিয়ে ২ঘন্টা ম‍্যারিনেট করে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে ৪টেবিলচামচ সাদাতেল গরম করে পেঁয়াজের পেস্ট দিয়ে মিনিট পাঁচেক ভেজে ২টেবিলচামচ বিশেষ মশলাটা দিয়ে ১মিনিট নেড়ে ম‍্যারিনেটেড চিকেন দিয়ে দিতে হবে।

  4. 4

    চিকেন ভালো করে মশলার সাথে মিশিয়ে চাপা দিয়ে হাই ফ্লেমে ১০ মিনিট রাখতে হবে। মাঝে দু'তিনবার নেড়ে দিতে হবে। চিকেন থেকে জল ছেড়ে শুকিয়ে এলে লবণ দিয়ে আরো মিনিট পাঁচেক মাঝারি আঁচে কষতে হবে।

  5. 5

    চিকেন প্রায় সেদ্ধ হয়ে মশলা থেকে তেল ছাড়লে ফেটানো টকদই দিয়ে ভালো করে নেড়ে কাজুবাটা দিয়ে আরো তিন মিনিট কষতে হবে।

  6. 6

    উষ্ণ দুধে জাফরান গুলে কড়াইতে দিয়ে নেড়ে প্রয়োজনে ১/২কাপ উষ্ণ জল দিয়ে ফুটলে পাঁচমিনিট অল্প আঁচে রেখে গ্রেভি একটু ঘন হয়ে গেলে উপরে চেরা কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ নিভিয়ে ২মিনিট স্ট‍্যান্ডিং টাইমে রেখে দিতে হবে।

  7. 7

    সার্ভিং ব‌উলে রেখে লাচ্চা পরোটার সাথে পরিবেশন করতে হবে জাফরানি মুর্গ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes