চিকেন দম বিরিয়ানী (chicken dam biriyani in Bengali)

Riya Samadder
Riya Samadder @cook_20259284

#GA4 #week15 ধাঁধা থেকে বেছে নিয়েছি চিকেন। চিকেন বিরিয়ানি কার না ভালো লাগে বিরিয়ানি হলে জমে হয়ে খবরে মজা। তাই আমি আজ এই রেসিপি টি দিলাম।

চিকেন দম বিরিয়ানী (chicken dam biriyani in Bengali)

#GA4 #week15 ধাঁধা থেকে বেছে নিয়েছি চিকেন। চিকেন বিরিয়ানি কার না ভালো লাগে বিরিয়ানি হলে জমে হয়ে খবরে মজা। তাই আমি আজ এই রেসিপি টি দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1কেজিবাসমতি চাল
  2. 4 টিআলু (বড় বড় টুকরো করা)
  3. 4 টিডিম সিদ্ধ
  4. 6 চা চামচআদা ও রসুন বাটা
  5. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  6. প্রয়োজন মতসাদাতেল ও ঘী
  7. 2 চা চামচবিরিয়ানী মশলা
  8. 4 চা চামচলাল লংকার গুঁড়ো
  9. 100 গ্রামটকদই
  10. 1/2কাপদুধ
  11. 300 গ্রামপেঁয়াজকুচি
  12. 6টি করে তেজপাতা ও লবঙ্গ
  13. 1/2 চা চামচহলুদ
  14. 1/2 চা চামচ করে কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর
  15. স্বাদমত লবণ
  16. 5 চা চামচঘি
  17. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পেঁয়াজ কুচি লাল করে ভেজে তুলে রাখুন। আলু সিদ্ধ করে ভেজে তুলে রাখুন।বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। ২ চামচ নুন,চারটে গোটা এলাচ ও ৫-৬ টুকরো দারচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে ভাত ফোটান। একটু শক্ত থাকতে নামিয়ে নিন। ভালো করে ফ্যান গেলে একপাশে সরিয়ে রাখুন।

  2. 2

    চিকেনটাকে টকদই, আদা, রসুন বাটা, নুন, চিনি, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর সামান্য ফেলে বিরিয়ানি মশলা ১ চামচ ও ভাজা পেঁয়াজ কুচি বাটা দিয়ে ২ ঘন্টা মেখে রাখতে হবে। পারলে সারারাত ফ্রিজে রাখুন।

  3. 3

    পাত্রে তেল গরম করে মাখা চিকেন ও বাকি বিরিয়ানি মশলা দিয়ে নাড়াচাড়া করুন। ভাজা আলু গুলিও এর সাথে মিশিয়ে দিন। আন্দাজমতো নুন দিন। চিকেন সেদ্ধ হয়ে গেলে তুলে রাখুন।ঝোল গুলো আলাদা বাটি টে তুলে রাখুন।এবার সাই পাত্রে ঘি দিয়ে ভাত ছড়িয়ে দিন এবার তার ওপর চিকেন ও আলু পিয়াজ ভাজা সামান্য ঝোল দিয়ে আবারও ভাতের স্তর করুন

  4. 4

    ওপর থেকে পিয়াজ ভাজা ছড়িয়ে ডিম সিদ্ধ দিয়ে কেওড়া জল, গোলাপজল ও আতোর দিয়ে কম আছে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখুন। ওপর থেকে ঘী দিয়ে পরিবসন করুন চিকেন দম বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Samadder
Riya Samadder @cook_20259284
রান্না করতে ভালো বাসি
আরও পড়ুন

Similar Recipes