আপেল কেক (Apple cake recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#CCC
আপেলের পেস্ট দিয়ে কেক বানিয়েছি আমি এটা প্রথম বার বানিয়েছি খেতে খুবই সুস্বাদু হয়েছে

আপেল কেক (Apple cake recipe in bengali)

#CCC
আপেলের পেস্ট দিয়ে কেক বানিয়েছি আমি এটা প্রথম বার বানিয়েছি খেতে খুবই সুস্বাদু হয়েছে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
  1. 1 কাপময়দা
  2. 2 টোআপেল
  3. 1 কাপচিনি
  4. 50gm বাটার
  5. 2 টোএলাচ গুড়ো করা
  6. 1 চিমটিনুন
  7. 2 চিমটিজায়ফল ও জয়িত্রী গুঁড়ো
  8. প্রয়োজন অনুযায়ীকাজু ও কিসমিস
  9. 1/2 কাপদুধ
  10. 1/2 চা চামচবেকিং পাউডার
  11. 1/2 চা চামচবেকিং সোডা

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে আপেল গুলি ছোট টুকরো করে কেটে মিক্সচার এ পেস্ট করে নিতে হবে আর কয়েক টা টুকরো সাজানোর জন্য রাখতে হবে।।

  2. 2

    তারপর চিনি,বাটার দিয়ে 2 মিনিট একসাথে মিক্সচার এ ঘুরিয়ে নিতে।

  3. 3

    এবার পেস্ট টা একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে ময়দা,নুন,বেকিং পাউডার,বেকিং সোডা একসাথে চেলে দিতে হবে।

  4. 4

    তারপর কাজু কিসমিস দিতে হবে আর একটু করে দুধ দিয়ে কেক এর বেটার টা তৈরি করে নিতে হবে।

  5. 5

    এবার ককে টিন এ বাটার লাগিয়ে বেটারটা ঢেলে দিয়ে আপেলের টুকরো ও কাজু দিয়ে সাজিয়ে দিতে হবে।

  6. 6

    গ্যাস এ কড়াই বসিয়ে কিছু নুন দিতে হবে নুন গরম হলে কেক টিন টা বসিয়ে দিতে হবে আর ঢাকা 45 মিনিট হতে দিতে হবে। তারপর নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes