ডাল মাখানি(dal makhani recipe in Bengali)

Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি

ডালমাখানি এমন একটি রেসিপি যা রুটি, নান বা পরোটার সাথে প্রাতরাশই হোক বা দ্বিপ্রহরিক ভোজন, বিকেলের জলখাবারই হোক বা নৈশভোজ সবেতেই ভালো লাগে.

ডাল মাখানি(dal makhani recipe in Bengali)

ডালমাখানি এমন একটি রেসিপি যা রুটি, নান বা পরোটার সাথে প্রাতরাশই হোক বা দ্বিপ্রহরিক ভোজন, বিকেলের জলখাবারই হোক বা নৈশভোজ সবেতেই ভালো লাগে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫-৪০ মিনিট
  1. ২০০ গ্রাম কালো মুগ ডাল
  2. ৫০ গ্রাম রাজমা
  3. ১ কাপ পেঁয়াজ কুচি
  4. ১/২ কাপ টমেটো পিউরি
  5. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  6. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  11. ২ টেবিল চামচ কসুরি মেথি
  12. ১ টেবিল চামচ ধনে পাতা কুচি
  13. ২ টেবিল চামচ ক্রিম
  14. স্বাদ মতো নুন
  15. ৩ টেবিল চামচ রিফাইন্ড তেল
  16. ১ টেবিল চামচ মাখন
  17. পরিমাণ মতোচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩৫-৪০ মিনিট
  1. 1

    কালো মুগ ডাল ও রাজমা সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে।
    পরের দিন কালো মুগ ডাল ও রাজমা কুকারে ৫|৬ সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।তারপর কালো ডাল ও রাজমা সিদ্ধ হয়ে গেলে তার থেকে ২ টেবিল চামচ মতো তুলে মিক্সি তে দিয়ে পেস্ট করে নিতে হবে।
    তারপর গ্যাস এ একটি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    পেঁয়াজ ভাঁজা হয়ে গেলে তাতে টমাটো পিউরি দিয়ে আর ও কিছুক্ষণ রান্না করতে হবে।
    তারপর তাতে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর ও ১|২ মিনিট মতো রান্না করতে হবে।তারপর তাতে একে একে সব গুঁড়ো মশলা (গরম মশলা বাদে) দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে।
    এরপর তাতে সিদ্ধ করা কালো ডাল ও রাজমা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর পরিমাণ মতো জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঐ ডাল ও রাজমা পেস্ট টা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভি ঘন হয়ে আসে।
    গ্রেভি ঘন হয়ে এলে তাতে কসুরি মেথি গুরো ও ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে ১ মিনিট মতো রান্না করতে হবে।
    তারপর গ্যাস বন্ধ করে উপর থেকে গরম মশলা গুঁড়ো, মাখন ওধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে আর ও কিছুক্ষণ রেখে দিতে হবে।
    তারপর গরম গরম রুটি, নান ও পরোটা সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Reshmi Deb
Reshmi Deb @cook_17255099
শিলিগুড়ি
টিচার, রান্না আমার passion
আরও পড়ুন

Similar Recipes