পালং চিকেন (palong chicken recipe in Bengali))

Moumita Biswas
Moumita Biswas @iammoumita

#GA4
#WEEK15
এ বারের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি চিকেন। আর বানিয়ে ফেলেছি পালং চিকেন।।

পালং চিকেন (palong chicken recipe in Bengali))

#GA4
#WEEK15
এ বারের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি চিকেন। আর বানিয়ে ফেলেছি পালং চিকেন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্রাম পালং শাক
  2. ৫০০ গ্রাম চিকেন
  3. ২ টেবিল চামচ মাখন
  4. ২ টেবিল চামচ সাদা তেল
  5. ১ টি পেঁয়াজ
  6. ৭ কোয়া রসুন
  7. ১ ইঞ্চি আদা
  8. ৪ টি কাঁচা লঙ্কা
  9. ১চা চামচধনে পাতা
  10. ১ চা চামচ গরম মশলা
  11. স্বাদ মতো লবণ
  12. ১চা চামচ কাসৌরি মেথি
  13. স্বাদ মতো গোলমরিচ
  14. ১ টিপাতিলেবু
  15. ১/৩ চা চামচধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে পালং শাক গুলি কে অল্প করে ভাপিয়ে নিতে হবে।।

  2. 2

    তার পরে পালং শাক গুলিকে জল ঝরিয়ে নিয়ে ওই শাক আর উপরে ঠান্ডা জল ঢেলে দিতে হবে।।

  3. 3

    তার পরে সিদ্ধ পালং আর ধনে পাতা,কাঁচা লঙ্কা,আদা সব এক সাথে বেটে নিতে হবে।

  4. 4

    তার পরে চিকেন,আদা বাটা,রসুন বাটা, গোলমরিচ, আর পাতিলেবু সব এক সাথে মাখিয়ে ৩০ মিনিট মাখিয়ে রাখতে হবে।।

  5. 5

    সাদা তেল গরম করে তার উপরে কসৌরি মেথি দিয়ে দিতে হবে।।

  6. 6

    তার পরে পেঁয়াজ হালকা করে ভেজে মাখিয়ে রাখা চিকেন দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।।

  7. 7

    তার পরে এর সাথে অল্প করে ধনে গুঁড়ো ও পালং শাক বাটা দিয়ে দিতে হবে।।

  8. 8

    তার পরে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।। তার পরে গরম মসলা ও বাটার দিয়ে নামিয়ে নিতে হবে।

  9. 9

    তার পরে গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন পালং চিকেন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Biswas
Moumita Biswas @iammoumita

Similar Recipes