রসুন বেগুন (rasun begun recipe in Bengali)

Rajasree Bhattacharya
Rajasree Bhattacharya @cook_27897808

#শাকসব্জীরেসিপি
#shabnam

রসুন বেগুন (rasun begun recipe in Bengali)

#শাকসব্জীরেসিপি
#shabnam

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পনেরো থেকে কুড়ি মিনিট
চারজন
  1. 1 টা বড় বেগুন
  2. 1টা মাঝারি টমেটো
  3. 1 টা মাঝারি পেঁয়াজ
  4. 7-8 কোয়ারসুন
  5. পরিমাণ মতো ধনেপাতা
  6. স্বাদ মতোকাঁচা লঙ্কা
  7. স্বাদ মতোনুন
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 2 টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

পনেরো থেকে কুড়ি মিনিট
  1. 1

    প্রথমে বেগুনটি কে টুকরো করে অল্প নুন, হলুদ দিয়ে অল্প তেলে ভেজে নিতে হবে।

  2. 2

    টমেটো টুকরো করে কেটে নিতে হবে, ধনেপাতা কুচি করে কেটে নিতে হবে।

  3. 3

    পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে, রসুন বেটে নিতে হবে।

  4. 4

    বেগুন ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়ে ঐ কড়াইতে বাকী তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর ঐ পেঁয়াজ ভাজার মধ্যেই টমেটো কুচি দিয়ে নেড়ে তার মধ্যে নুন স্বাদ অনুযায়ী, হলুদ ও রসুন বাটা দিয়ে খানিকক্ষণ ভালো করে কষিয়ে তাতে দুই চামচ জল ও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিতে হবে।

  5. 5

    2 মিনিট পর ঢাকা সরিয়ে একটু নেড়ে ভেজে রাখা বেগুন দিয়ে কষানো মশলা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে আবার 1-2মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  6. 6

    1-2মিনিট পর ঢাকা সরিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajasree Bhattacharya
Rajasree Bhattacharya @cook_27897808

Similar Recipes