প্রানহারা ও ভাপা সন্দেশ (paranahara o bhapa sandesh recipe in Bengali)

Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

#homechef.friends #gharoarecipe. ঘরের কাটানো ছানায় বানানো ।

প্রানহারা ও ভাপা সন্দেশ (paranahara o bhapa sandesh recipe in Bengali)

#homechef.friends #gharoarecipe. ঘরের কাটানো ছানায় বানানো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০মিনিট
৪জন
  1. ৩০০গ্রাম ঘরোয়া ছানা
  2. ২০০গ্রাম কনডেন্সড মিল্ক ঘরোয়া
  3. ১চা চামচ এলাচ গুঁড়া
  4. ১/২কাপ চিনি
  5. ৩চা চামচ মিল্ক পাউডার
  6. ভাপা সন্দেশ
  7. ৩০০গ্রাম ছানা
  8. ২চা চামচ ঘি
  9. ১কাপ দুধ
  10. ১/২কাপ চিনি গুঁড়া
  11. ৩ চা চামচ কিসমিস
  12. ১চা চামচ এলাচ গুঁড়া
  13. ১/২চা চামচ সাদা তিল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০মিনিট
  1. 1

    কাটানো ছানা দু ভাগে ভাগ করা হয়েছে । একটা ভাগ চিনি দিয়ে মেখে তাতে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন ।

  2. 2

    এবার কডাই তে ঔ মিশ্রণ ঢেলে দিয়ে নারতে হবেযাতে একটা শুকনো মিক্চার তৈরী হয়।

  3. 3

    ওটা হাতে নিয়ে পাকাতে শুরু করতে হবে হাত ঘি লাগিয়ে ।

  4. 4

    পাকাতে গিয়ে আলাদা সরানো ছানা কে একসাথে যুক্ত করতে হবে ও পাকানো শেষ করতে হবে ।

  5. 5

    সন্দেশ হলে মিল্ক পাউডার ছড়িয়ে পরিবেশ ন করতে হবে ।

  6. 6

    ভাপা সন্দেশ:ছানা কাটিয়ে দুধ মিশিয়ে মিক্সি তে পেসট করতে হবেও এলাচ গুঁড়া মেশানো হবে ।

  7. 7

    এবার ওটা দুধে র মধ্যে ভালো করে মিশিয়ে ফেটাতে হবে ।চিনি র গুঁড়া ও দিতে হবে ।

  8. 8

    টিফিনে র মধ্যে ঘি লাগিয়ে মিশ্র ন টা ঢেলে দিয়ে ওপরে কিসমিস ও তিল ছড়িয়ে দিতে হবে ।

  9. 9

    মিশ্র ন টাকে স্টিম করতে দিতে হবে ২০ মিনিট জন্য ।স্টিম হলে বের করে ফ্রি জে ২ঘন্টা রেখে পিস কেটে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Indrani chatterjee
Indrani chatterjee @Indu_7278893948
Serampore

Similar Recipes