পালং স্যুপ (Spinach Soup recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#GA4 #week16
আমি এই ধাঁধা থেকে পালং স্যুপ বা spinach Soup নিয়ে রেসিপি বানিয়েছি | শীতে টাটকা পালং স্যুপ শরীরে জলের ঘাটতি পূরণ করে , ভিটামিন সি এর জোগান দেয় ।শীতের হাত থেকে শরীর গরম রাখতে সাহায্য করে | এখানে আমি পালং শাক ,সামান্য বাঁধা কপি ও মটরশুটি দিয়ে ভাপিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি | রসুন আদালংকা কুচি ১ চা মাখনে সতে করে নুন গোলমরিচ, দিয়ে নেড়ে শাকের পেস্ট ও জল দিয়েমিশিয়ে নিয়েছি । পরিবেশন কালে উপর দিয়ে চাটমশলা , লেবুর রস ,পার্শলে পাতা দিয়েছি | বিকালে অথবা রাত্রের ডিনারে স্টার্টার হিসাবেও খাওয়া যাবে | নান রুটি পরোটা বা ভাজা দিয়েও খাওয়া যায় | এটি একটি স্বাস্থ্যকর ড্রিংকস | খেতে ও বেশ সুস্বাদু |

পালং স্যুপ (Spinach Soup recipe in Bengali)

#GA4 #week16
আমি এই ধাঁধা থেকে পালং স্যুপ বা spinach Soup নিয়ে রেসিপি বানিয়েছি | শীতে টাটকা পালং স্যুপ শরীরে জলের ঘাটতি পূরণ করে , ভিটামিন সি এর জোগান দেয় ।শীতের হাত থেকে শরীর গরম রাখতে সাহায্য করে | এখানে আমি পালং শাক ,সামান্য বাঁধা কপি ও মটরশুটি দিয়ে ভাপিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি | রসুন আদালংকা কুচি ১ চা মাখনে সতে করে নুন গোলমরিচ, দিয়ে নেড়ে শাকের পেস্ট ও জল দিয়েমিশিয়ে নিয়েছি । পরিবেশন কালে উপর দিয়ে চাটমশলা , লেবুর রস ,পার্শলে পাতা দিয়েছি | বিকালে অথবা রাত্রের ডিনারে স্টার্টার হিসাবেও খাওয়া যাবে | নান রুটি পরোটা বা ভাজা দিয়েও খাওয়া যায় | এটি একটি স্বাস্থ্যকর ড্রিংকস | খেতে ও বেশ সুস্বাদু |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২জন
  1. ১/২ কাপ পালং শাক
  2. ১/৪ কাপ বাঁধাকপি
  3. ৬-৮ চা চামচ মটরশুটি
  4. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
  5. ১/২+১/২ চা চামচ মাখন
  6. প্রয়োজন মতনুন
  7. ১/২ চা চামচ চাটমশলা
  8. ১/২ চা চামচ রসুন কুচি
  9. ১/২ চা চামচ কাঁচালংকা কুচি
  10. ১/২ চা চামচ আদা কুচি
  11. ২-৪ দানা চিনি
  12. ১/২ চা চামচকর্নফ্লাওয়ার
  13. ৪চা চামচ দুধ
  14. ১টা লেবু টুকরা করা
  15. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে পালংশাক,মটর শুটি,ও বাঁধাকপি ধুয়ে ২ কাপ জলে ভাপিয়ে নিতে হবে ৷ ভাপানো জল রেখে দিতে হবে | এবার সেটা ঠাণ্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে ।

  2. 2

    রসুন লংকা আদা কুচি করে,পেঁয়াজকলি,পার্শলে পাতা লেবু টুকরা করে রাখতে হবে |

  3. 3

    প্যানে ১/২ চা চামচ মাখন দিয়ে রসুন আদা কাঁচালংকা একে একে দিয়ে সতে করে নিতে হবে | এবার তাতে নুন গোলমরিচ, কুচি করা পেঁয়াজকলি, চিনি দিয়ে শাকের পেস্ট দিতে হবে |

  4. 4

    এবার তাতে সেদ্ধ করা শাকের পেস্ট ও শাকের জল দিয়ে ফুটিয়ে ১/২ চা কনফ্লাওয়ার দুধে গুলে তাতে মিশোতে হবে I

  5. 5

    পরিবেশন করার সময় স্যুপ বোলে ঢেলে উপর দিয়ে মাখন ভাসিয়ে,পার্শলে, চাটমশলা, লেবুর রস,সেদ্ধ দু-চারটে মটরসুটি দিয়ে পরিবেশন করতে হবে ৷ নান বা রুটি পরোটা অথবা স্টার্টার হিসাবে ও এই স্যুপ বেশ উপাদেয় এবং স্বাস্থ্যকর ও বটে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes