চীজ চিকেন ব্রেড রোল (Cheese chicken bread roll recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#GA4
#week17
#cheese
রেসিপিটা আমার নিজস্ব , এটা খুব টেস্টি হয় । বিকেলের স্ন্যাক্স হিসাবে খুব মুখোরোচক ।

চীজ চিকেন ব্রেড রোল (Cheese chicken bread roll recipe in Bengali)

#GA4
#week17
#cheese
রেসিপিটা আমার নিজস্ব , এটা খুব টেস্টি হয় । বিকেলের স্ন্যাক্স হিসাবে খুব মুখোরোচক ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
4 জনের
  1. ডো এর জন্য ---
  2. 1 কাপময়দা
  3. 1 চা চামচড্রাই ইস্ট 1/4 কাপ গরম জলে দিয়ে এ্যাকটিভ করা
  4. 1 চা চামচঅলিভ অয়েল+সামান্য
  5. 1/2 চা চামচঅরিগ্যানো
  6. 1/2 চা চামচমিক্সড হার্বস্
  7. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. স্বাদমত নুন
  9. স্টাফিং এর জন্য ---
  10. 2 চা চামচমোজারেলা চীজ গ্রেট করা
  11. 60 গ্রামমোজারেলা চীজ স্লাইস করা
  12. 50 গ্রামবয়েল করে শ্রেড করা চিকেন
  13. 1 টেবিল চামচক্যাপ্সিকাম কুচি
  14. 1 টেবিল চামচস্প্রিং অনিয়ন কুচি
  15. 1 মুঠোধনেপাতা কুচি
  16. 1/2 চা চামচআদা বাটা
  17. 1/2 চা চামচরসুন বাটা
  18. স্বাদমত নুন
  19. স্বাদমত চিনি
  20. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  21. 1/2 চা চামচলংকা গুঁড়ো
  22. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  23. 2 চা চামচদ‌ই
  24. 1 টাছোট পেঁয়াজ কুচি
  25. 1 চা চামচবাটার + সামান্য

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    সব উপকরন আলাদা আলাদা করে গুছিয়ে নিতে হবে ।

  2. 2

    প্রথমে ব্রেড রোলের ডো তৈরী করে নিতে হবে ।
    ইস্টের জল ছাড়া সব উপকরন মিশিয়ে নিতে হবে । এবার অল্প অল্প করে ইস্টের জল দিয়ে মাখতে হবে ।

  3. 3

    একটা স্মুদ সফ্ট ডো তৈরী করে একটু অলিভ অয়েল মাখিয়ে একটা গরম যায়গায় রেখে দিতে হবে যতক্ষন না ডো আকারে ডবল হয়ে যায় ।

  4. 4

    এই সময় স্টাফিং রেডি করে নিতে হবে । একটা মিক্সিং বোলে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর টক দ‌ই নিয়ে শ্রেড করা বয়েল্ড চিকেন গুলো নিতে হবে ।

  5. 5

    ম্যারিনেট করে 5 মিনিট রাখতে হবে । পেঁয়াজ, ক্যাপ্সিকাম, স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচিয়ে নিতে হবে ।

  6. 6

    এবার কড়ায় বাটার গরম করে প্রথমে পেঁয়াজ দিয়ে 2 মিনিট ভেজে ক্যাপ্সিকাম দিতে হবে আর‌ও 2 মিনিট ভাজতে হবে ।

  7. 7

    এবার স্প্রিং অনিয়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে । ঢাকা দিয়ে কসতে হবে । জল দেওয়া যাবে না ।

  8. 8

    একদম শুকনো হয়ে গেলে গ্রেট করা চীজ আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে ।

  9. 9

    এবার ফুলে উঠা ডোটাকে আবার পিষে মেখে নিতে হবে ।

  10. 10

    এই ডোটাকে সমান চার ভাগে ভাগ করে নিয়ে চীজ চিকেনের স্টাফিংটাকেও চার ভাগ করে নিতে হবে ।

  11. 11

    ডোয়ের এক একটা ভাগকে বেলে একটা সাইডে মোজারেলা চীজের স্লাইস রেখে তার উপর স্টাফিং এর একটা ভাগ রাখতে হবে ।

  12. 12

    এবার পার্সেলের মত মুড়িয়ে নিতে হবে ।

  13. 13

    হাত দিয়ে গড়িয়ে রোলের মত লম্বাটে করে নিতে হবে । চারটেই তৈরী করে গ্রীজ করা বেকিং ট্রেতে রাখতে হবে ।

  14. 14

    এবার প্রিহিটেড মাইক্রো ওভেনের কনভেকশান মোডে 180℃ 30 মিনিট বেক করে নিতে হবে ।

  15. 15

    উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিতে হবে ।

  16. 16

    গরম গরম চীজ চিকেন ব্রেড রোল রেডি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি (6)

Similar Recipes