চিংড়ি কোরমা (Prawn Korma recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#GA4
#WEEK18
অষ্টাদশ সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি ফিস বা মাছ। ইলিশ চিংড়ির কাজিয়া বাঙালির চিরন্তন আবেগ। তবে এই রেসিপিটি মুলত উত্তর ভারতীয় যদিও এখন এটি বাঙালির ঘরেঘরে প্রচলিত এবং চিংড়ি মাছের এই পদটি খুবই জনপ্রিয়।

চিংড়ি কোরমা (Prawn Korma recipe in Bengali)

#GA4
#WEEK18
অষ্টাদশ সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি ফিস বা মাছ। ইলিশ চিংড়ির কাজিয়া বাঙালির চিরন্তন আবেগ। তবে এই রেসিপিটি মুলত উত্তর ভারতীয় যদিও এখন এটি বাঙালির ঘরেঘরে প্রচলিত এবং চিংড়ি মাছের এই পদটি খুবই জনপ্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৪ জন
  1. ২০০গ্রামগলদা চিংড়ি
  2. ১চা চামচপাতিলেবুর রস
  3. স্বাদমতোলবণ
  4. ১চা চামচহলুদগুঁড়ো
  5. ১/২চা চামচল‌ঙ্কাগুঁড়ো
  6. ১টিপেঁয়াজ(কুচি করা)
  7. ১টিটমেটো(কুচি করা)
  8. ১চা চামচআদারসুন বাটা
  9. ২টেবিল চামচনারকেল বাটা
  10. ১টেবিল চামচপোস্তবাটা
  11. ২চা চামচকাজুবাদাম বাটা
  12. ১/৪কাপটকদই
  13. ১/২কাপদুধ
  14. ২টেবিল চামচমাখন
  15. ২ টি কাঁচালঙ্কা
  16. ১/২চা চামচঘি
  17. ১টেবিল চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ ধুয়ে পাতিলেবুর রস, সামান্য লবণ, সামান্য হলুদগুঁড়ো দিয়ে আধঘন্টা ম‍্যারিনেট করে রাখতে হবে। এই সময়ে বাকি উপকরণ জোগাড় করে নিতে হবে।

  2. 2

    প‍্যানে ১টেবিলচামচ মাখন দিয়ে চিংড়ি মাছ হাল্কা টস করে নামিয়ে নিতে হবে। বাকি মাখন দিয়ে আদারসুন বাটা দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচালঙ্কা দিয়ে খানিক ভেজে নিতে হবে।

  3. 3

    টমেটো পেঁয়াজ গলে এলে পোস্তবাটা, কাজুবাটা দিয়ে নেড়ে লবণ, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে নারকেলবাটা দিয়ে ভালো করে নেড়ে কষাতে হবে।

  4. 4

    এরপর টকদই দিয়ে নেড়ে দুধ দিয়ে অল্প উষ্ণ জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে চাপা দিয়ে ৫-৭মিনিট অল্প আঁচে রাখতে হবে।

  5. 5

    গ্রেভি ঘন হয়ে এলে ঘি, কাঁচালঙ্কা দিয়ে আঁচ নিভিয়ে আরো পাঁচ মিনিট স্ট‍্যান্ডিং টাইমে রাখতে হবে।

  6. 6

    সার্ভিং ব‌উলে রেখে উপরে ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে চিংড়ি কোরমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes