কাশ্মীরি চিকেন বিরিয়ানি (Kashmiri Chicken Biryani recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#খুশিরঈদ

বিরিয়ানি খুবই জনপ্রিয় খাবার। বিরিয়ানির বিভিন্ন আঞ্চলিক এবং পারিবারিক রেসিপি রয়েছে যার মধ্যে একটি হলো কাশ্মীরি চিকেন বিরিয়ানি। এই সংস্করণটি বেশ সহজ এবং খুবই সুগন্ধযুক্ত ও সুস্বাদু।

কাশ্মীরি চিকেন বিরিয়ানি (Kashmiri Chicken Biryani recipe in Bengali)

#খুশিরঈদ

বিরিয়ানি খুবই জনপ্রিয় খাবার। বিরিয়ানির বিভিন্ন আঞ্চলিক এবং পারিবারিক রেসিপি রয়েছে যার মধ্যে একটি হলো কাশ্মীরি চিকেন বিরিয়ানি। এই সংস্করণটি বেশ সহজ এবং খুবই সুগন্ধযুক্ত ও সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 500 গ্রামচিকেন
  2. 2 টিবড়ো আলু কিউব করা কাটা
  3. 2 টিপেঁয়াজ পাতলা স্লাইস করা
  4. 2 টিবড়ো এলাচ
  5. 4 টিলবঙ্গ
  6. 1.5" দারচিনি
  7. 8-10গোলমরিচ (গোটা)
  8. 1 চা চামচশাহ জিরা
  9. 1টেবিল চামচ আদা+রসুন+লঙ্কা বাটা
  10. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. 3/4 কাপজল
  14. 3/4 কাপটক দই
  15. 3/4 চা চামচশহী গরম মশলা
  16. প্রয়োজন মতধনেপাতা ও পুদিনা পাতা মিহি করে কাটা
  17. 1 চিমটিজাফরান
  18. 2টেবিল চামচ দুধ
  19. 1/2 চা চামচকেওড়া জল
  20. 1/2 কাপঘি
  21. ভাতের জন্য
  22. 1 টিতেজ পাতা
  23. 1 টিবড়ো এলাচ
  24. 2 টিছোট এলাচ
  25. 3 টিলবঙ্গ
  26. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    জাফরান ঈষদুষ্ণ দুধে ভিজিয়ে রাখুন। চাল ধুয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে ছেঁকে নিন। এবার সসপ্যানে জলে বড়ো এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ ও নুন দিয়ে চাল 50% সেদ্ধ করে ছেঁকে রাখুন।

  2. 2

    এবার একটি ডেকচিতে প্রয়োজন মত ঘী গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে নিন। এবার বাকি ঘি ওই ডেকচিতে গরম করে শাহ জিরে, বড়ো এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ ফোড়ন দিয়ে চিকেন দিয়ে 2-3 মিনিট ভাজুন। এবার আদা+রসুন+লঙ্কা বাটা দিয়ে ভাজুন।

  3. 3

    এবার আলু দিয়ে ভেজে নুন, হলুদ, লঙ্কা ও জল দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করুন।

  4. 4

    দই ও পেঁয়াজ ভাজা মিশিয়ে দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করুন। এবার গরম মশলা ও কিছুটা ধনে ও পুদিনা পাতা মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করুন চিকেন সেদ্ধ হওয়া অবধি।

  5. 5

    এবার আলু ও চিকেন ডেকচির সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে 50% রান্না করা ভাত দিয়ে দিন। উপরে দুধ জাফরান, কেওড়া জল ও বাকি ধনে - পুদিনা পাতা
    ছড়িয়ে দিন। পাতলা কাপড় দিয়ে ঢেকে দিন। এর উপর ঢাকনা দিয়ে ডেকচি ঢেকে আঁচ কমিয়ে 10-15 মিনিট রান্না করুন।

  6. 6

    রায়টার সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes