দুধ রসনা পুলি (dudh rosonapuli recipe in Bengali)

Amrita Ganguly
Amrita Ganguly @cook_22018146

#১লাফেব্রুয়ারি
#পিঠেপুলি

শীতকালে ভোজনরসিক বাঙ্গালীর মেনুতে কে বেশি এগিয়ে বড়দিনের কেক, পুডিং, না পৌষ-পার্বণের পিঠে, পুলি, পায়েস? বাঙ্গালীর জনপ্রিয় নরম তুলতুলে পিঠে দুধপুলির সহজ রেসিপি..শুকনো চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠে ঠান্ডা হলেও শক্ত হবে না

দুধ রসনা পুলি (dudh rosonapuli recipe in Bengali)

#১লাফেব্রুয়ারি
#পিঠেপুলি

শীতকালে ভোজনরসিক বাঙ্গালীর মেনুতে কে বেশি এগিয়ে বড়দিনের কেক, পুডিং, না পৌষ-পার্বণের পিঠে, পুলি, পায়েস? বাঙ্গালীর জনপ্রিয় নরম তুলতুলে পিঠে দুধপুলির সহজ রেসিপি..শুকনো চালের গুঁড়ো দিয়ে বানানো পিঠে ঠান্ডা হলেও শক্ত হবে না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
১০
  1. ১.৫ কাপ নারিকেল (কোরানো)
  2. ১ + ১/৪ কাপ নলেন গুড়
  3. ১ লিটার দুধ
  4. ১ কাপ চালের গুঁড়া(গোবিন্দভোগ ও সিদ্ধ চাল মিশিয়ে (চাইলে ময়দা ব্যবহার করতে পারেন)
  5. ১ কাপ জল
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়া (ঐচ্ছিক)
  7. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    একটি মাঝারি পাত্রে দুধ ফুটিয়ে ঠান্ডা হতে রাখুন। অন্য একটি পাত্রে নারকেল কোরা ও খেজুরের গুড় একসঙ্গে জ্বাল দিয়ে নারিকেল ও গুড়ের মিশ্রনটি ভালভাবে মিশে শুকনা হয়ে উঠা পর্যন্ত আস্তে আস্তে নাড়তে থাকুন পুর তৈরি করে নিন।

  2. 2

    একটি পাত্রে চালের গুঁড়ো, নুন ও গরম জল একসঙ্গে মেখে মণ্ড বানাতে হবে। এবার মণ্ডটি প্লেটে নিয়ে ভালভাবে মাখুন যেন নরম, মসৃণ হয়ে উঠে এবং আঠালো না থাকে। এই মণ্ড থেকে ছোট ছোট অংশ কেটে বলের আকারে গড়ে নিন।

  3. 3

    একটি বল নিয়ে ছোট রুটি বেলুন। এবার রুটির মাঝে অল্প নারিকেল-গুড়ের মিশ্রন দিয়ে অর্ধচন্দ্রাকারে পুলি পিঠার মুখ ভাল করে আটকিয়ে দপুলির মতো গড়ে নিন। পুলির গায়ে পছন্দ মতো নকশা করতে পারেন

  4. 4

    ১ কাপ গুড় ও ১/২ কাপ নারিকেল ঠান্ডা করে রাখা দুধের সাথে মিশিয়ে আবার মাঝারি আঁচে ৫ মিনিট মত ফুটাতে দিন। ইচ্ছা হলে একটু এলাচের গুড়া দিন।

  5. 5

    দুধ ফুটে উঠলে আস্তে আস্তে পুলি পিঠাগুলো দুধের মাঝে দিয়ে দিন। তারপর পাত্রটি ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট মত সিদ্ধ করুন। মাঝে মাঝে দুধ নেড়ে দিন যেন নিচে পুড়ে না যায়।

  6. 6

    আঁচ একদম কম করে আরও ৫ মিনিট মত পিঠাগুলো রাখুন। ১০। এবার ঠান্ডা করে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার দুধ রসনাপুলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrita Ganguly
Amrita Ganguly @cook_22018146

Similar Recipes