বাটি কচুরি (Bati kachori recipe in Bengali)

Muniya Banerjee
Muniya Banerjee @cook_28778663

এই রেসিপি টি আমার খুব প্রিয় ।এটি আঞ্চলিক ।
এটি আমার নিজের তৈরী ।

বাটি কচুরি (Bati kachori recipe in Bengali)

এই রেসিপি টি আমার খুব প্রিয় ।এটি আঞ্চলিক ।
এটি আমার নিজের তৈরী ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30/40মিনিট
ছয়জন
  1. 500গ্রামগোটা মটর
  2. 1টিপেঁয়াজ
  3. স্বাদমতোনুন,চাটমশলা,কাঁচা লঙ্কা
  4. পরিমান মতোচাটনি (তেল, গোটা সরষে,লঙ্কা গুঁড়ো, চিনি, আর নুন )
  5. 3কাপময়দা
  6. 1কাপসুজি
  7. প্রয়োজন মতসাদা তেল
  8. 1 টিশসা
  9. 1/2গাজর
  10. প্রয়োজন মতধনেপাতা
  11. ৪চা চামচ টকদই
  12. স্বাদ মতোগোলমরিচ
  13. ১ চা চামচ ভাজা মসলা(ধনে,জিরা, শুকনো লঙ্কা),
  14. পরিমাণ মতোঝুড়িভাজা
  15. ১ টিছোট বাটি
  16. পরিমাণ মতো তেঁতুল
  17. স্বাদ মতোনুন আর চিনি

রান্নার নির্দেশ সমূহ

30/40মিনিট
  1. 1

    প্রথমে গোটা মটর নুন মিশিয়ে কুকারে সিদ্ধ করা হল।ধনে,জিরা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া হল।কড়াইতে অল্প তেল দিয়ে তাতে সিদ্ধ মটর,ভাজা মসলা,অল্প চাট মসলা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হল।

  2. 2

    এরপর 3:1অনুপাতে ময়দা ও সুজি অল্প নুন ও তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে ছোটছোট লেচি কাটা হল। ছোট লেচি গুলো লুচির মতো বেলে ছোট বাটির পিছনে ভালো করে বাটির মাপে আটকে দিয়ে কড়াইতে তেল গরম হলে আসতে করে তেলের মধ্যে বাটিটা বসিয়ে দিতে হবে ।লুচিটা বাটির আকারে ছেড়ে আসলে বাটিটা তুলে নিয়ে বাটির আকারে লুচিটা ভালো করে ভেজে নিতে হবে ।

  3. 3

    এরপর বাটির মধ্যে প্রথমে মশলামটর,গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ঝুড়িভাজা, তার ওপর অল্প চিনি মিশিয়ে টকদই, তেঁতুলের চাটনি ও তারওপর ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ।

  4. 4

    চাটনি- কড়াইতে অল্প তেল দিয়ে তাতে সরষে ফোড়ন দিয়ে তেঁতুলকে জলে ভিজিয়ে কাথ বার করে তেলে র মধ্যে দিয়ে তাতে অল্প নুন, লঙ্কা গুঁড়ো, বেশি করে চিনি দিয়ে মিষ্টি চাটনি তৈরি করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniya Banerjee
Muniya Banerjee @cook_28778663

Similar Recipes