চিকেনের পাটিসাপ্টা (chickener patisapta recipe in bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#১লাফেব্রুয়ারি
#পিঠে পুলি
পিঠে পুলির রেসিপিতে আমরা নানারকমের পিঠে বানাই আর পাটিসাপটা তো সবাই এর খুব পছন্দ এর একটি পিঠে আজ সেই পাটিসাপটা পিঠে টাকে আমি একটু আলাদা ভাবে বানালাম খেতে দারুণ হয়েছে ।

চিকেনের পাটিসাপ্টা (chickener patisapta recipe in bengali)

#১লাফেব্রুয়ারি
#পিঠে পুলি
পিঠে পুলির রেসিপিতে আমরা নানারকমের পিঠে বানাই আর পাটিসাপটা তো সবাই এর খুব পছন্দ এর একটি পিঠে আজ সেই পাটিসাপটা পিঠে টাকে আমি একটু আলাদা ভাবে বানালাম খেতে দারুণ হয়েছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 200 গ্রামচিকেন কিমা বাড়িতে বানানো
  2. চিকেনের পুর বানাতে লাগবে
  3. 1 টা মাঝারি পেঁয়াজের কুচি
  4. 2 টোকাঁচা লঙ্কা কুচি
  5. 1/2টমেটো কুচি
  6. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  7. 1/2 চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  8. 1/2 চা চামচধনে গুঁড়ো
  9. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  10. 1/4 চা চামচগরম মশলার গুঁড়ো
  11. 1/2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  12. পরিমাণ মতোনুন হলুদ
  13. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  14. পরিমাণ মতোসাদা তেল
  15. পাটিসাপটার ব্যাটার বানাতে লাগবে
  16. 1 কাপময়দা
  17. 2টেবিল চামচ সুজি
  18. 3টেবিল চামচ চালের গুঁড়ো
  19. নুন পরিমান মতো
  20. 1/2টেবিল চামচ গোল মরিচ গুঁড়ো
  21. প্রয়োজন মতজল
  22. প্রয়োজন মতপাটিসাপটা বানাতে লাগবে সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল দিতে হবে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ ভাজা ভাজা হলে আদা রসুন বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি বাকি সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষতে হবে ।

  2. 2

    এবার চিকেন কিমা দিয়ে ভালো করে মিক্স করতে হবে 10 মিনিট নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে ।

  3. 3

    এরপর একটি বড় বাটিতে উপরে দেওয়া সব উপকরণ একসঙ্গে নিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার প্যানে তেল ব্রাশ করে হাতায় করে ব্যাটার দিয়ে ভালো করে মেলে দিতে হবে এরপর মাঝখানে চিকেনের পুর দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি চিকেনের পাটিসাপটা ।

  5. 5

    এরপর সারভিং প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes