পাটিসাপ্টা (patisapta pithe recipe in Bengali)

সুস্মিতা মন্ডল
সুস্মিতা মন্ডল @cook_24836594
কলকাতা

#ebook2

পৌষপার্বণ বাঙালির পিঠে পুলির উৎসব। তাছারা এই সময় শীতের মেজাজে বাঙালি মেতে ওঠে না না উৎসব ও আনন্দে, আর উৎসব মানেই খাওয়া দাওয়া। তাই বানিয়ে ফেললাম পাতিসাপটা। খুবই সুস্বাদু এই পিঠে।

পাটিসাপ্টা (patisapta pithe recipe in Bengali)

#ebook2

পৌষপার্বণ বাঙালির পিঠে পুলির উৎসব। তাছারা এই সময় শীতের মেজাজে বাঙালি মেতে ওঠে না না উৎসব ও আনন্দে, আর উৎসব মানেই খাওয়া দাওয়া। তাই বানিয়ে ফেললাম পাতিসাপটা। খুবই সুস্বাদু এই পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৫ জন
  1. ১ কাপ আতপ চালের গুঁড়ো
  2. ১/২ কাপ ময়দা,
  3. ১/৪ কাপ সুজি,
  4. ২ চা চামচ চিনি
  5. ১/২ চা চামচ নুন
  6. ৫০০ মিলি লিটার দুধ ( জ্বাল দিয়ে ঠান্ডা করা )
  7. পুর:
  8. ১ কাপ নারকেল কোরা
  9. ১/৪ কাপ গুঁড়ো দুধ
  10. ১/২ কাপ খেজুরের গুড়
  11. ১ টেবিল চামচ কাজুবাদাম গুঁড়ো
  12. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    গ্যাসে প্যান বসিয়ে তাতে নারকেল আর গুড় দিয়ে ভাল করে নাড়তে হবে,এরপর গুঁড়ো দুধ,এলাচগুঁড়া, বাদাম গুঁড়ো দিয়ে ভাল করে মেশাতে হবে। শুকনো হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিন। আমাদের পুর তৈরি।

  2. 2

    চালের গুঁড়ো, ময়দা, নুন, চিনি, সুজি,দুধ সব দিয়ে ভাল করে গুলিয়ে নিয়ে বেটার তৈরি করে ২ ঘণ্টা রেখে দিতে হবে।

  3. 3

    এরপর প্যানে একটু করে বেটার দিয়ে,একটু করে পুর দিয়ে গুটিয়ে নিয়ে পাতিসাপটা পিঠে তৈরি করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুস্মিতা মন্ডল
কলকাতা

Similar Recipes