প্যানকেক (pancake recipe in Bengali)

Jesmin Khatun
Jesmin Khatun @cook_27767383

প্যানকেক (pancake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 1 কাপময়দা
  2. 3/4 কাপচিনি
  3. 2 টোডিম
  4. 2টেবিল চামচ সাদাতেল
  5. 1/2টেবিল চামচ বেকিংপাউডার
  6. 1 চা চামচভেনিলাএসেন্স
  7. প্রয়োজন অনুযায়ীখুব সামান্য লবণ
  8. 5 চা চামচদুধ

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিতে হবে।
    কুসুম একটু ফেটিয়ে চিনি দিয়ে ভালোকরে মিশিয়ে নিতেহবে। এবার এর মধ্যে ভেনিলা দুধ ও তেল একে একে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।এবার এর মধ্যে ময়দা বেকিংপাউডার ও লবণ দিয়ে ভালোকরে মিশিয়ে নিতেহবে ।

  2. 2

    ডিমের সাদা অংশ ফেটিয়ে ফোম করে আগের মিশ্রনের সাথে হালকা হাতে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    প্যান এ সামান্য তেল ব্রাশ করে একটু বড় চামচ এ করে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রাখতে হবে। একপাশ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশও একটু লালচে হয়ে গেলে নামিয়ে নিতেহবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jesmin Khatun
Jesmin Khatun @cook_27767383

Similar Recipes