চিকেন পিজ্জা (chicken pizza recipe in Bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#GA4#week 22
এই চিকেন পিৎজা স্বাদে দোকানের পিৎজা থেকে কিছু কম হয় না। ঘরে মাইক্রোওয়েভ ছাড়া গ্যাসেই করা যায়।

চিকেন পিজ্জা (chicken pizza recipe in Bengali)

#GA4#week 22
এই চিকেন পিৎজা স্বাদে দোকানের পিৎজা থেকে কিছু কম হয় না। ঘরে মাইক্রোওয়েভ ছাড়া গ্যাসেই করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা 40 মিনিট
2 জন
  1. 1 কাপময়দা
  2. 3 টেবিল চামচ টক দই
  3. 1 চা চামচবেকিং পাউডার
  4. 1/2 চা চামচবেকিং সোডা
  5. 1 টিমাঝারি ক্যাপ্সিকাম
  6. 1 টিমাঝারি পেঁয়াজ
  7. 3টেবিল চামচ টমেটো সস
  8. 2টেবিল চামচ পিৎজা সস
  9. 3 পিসরান্না চিকেন
  10. 2টেবিল চামচ বাটার
  11. প্রয়োজন মত মোজারেলা চিজ
  12. স্বাদ অনুযায়ী সামান্য নুন

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা 40 মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও টক দই দিয়ে ভালো করে মেখে একটি সফ্ট ডো করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এতে জল দিতে হবে না।

  2. 2

    এবার ডো টিকে দুটি ভাগ করে বেলন চাকতির সাহায্যে দুটি বড়ো লেচি করে কাটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে।

  3. 3

    এদিকে একটি প্যানে সামান্য বাটার দিয়ে তাতে টুকরো করে কেটে নেওয়া ক্যাপ্সিকাম ও পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে নিতে হবে 1 মিনিট এর জন্য।

  4. 4

    একটি থালাতে একটু বাটার মেখে তাতে একটি লেচি দিয়ে তার উপর টমেটো সস ও পিৎজা সস দিয়ে ছড়িয়ে ভেজে রাখা ক্যাপ্সিকাম ও পেঁয়াজ দিয়ে তার উপর চিকেন পিস গুলো কে টুকরো টুকরো করে দিয়ে তার উপর চিজ ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    এবার একইভাবে আরেকটি লেচি দিয়ে একইভাবে সবকিছূ দিয়ে সাজিয়ে নিতে হবে।

  6. 6

    গ্যাসে একটি ভাড়ি তলওয়ালা কড়াইয়ে একটি জালি বসিয়ে 5 মিনিট গরম করে তারপর তৈরি করে রাখা পিৎজার থালা বসিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 35 40 মিনিট পর পিৎজা পুরোপুরি তৈরি।

  7. 7

    গরম গরম পিৎজা তৈরি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes