বেগুন পোলাও (Begun Polao recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে গোবিন্দভোগ চাল ও বেগুন দিয়ে _এই বেগুন পোলাও রেসিপিটি আমি তৈরি করেছি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল

বেগুন পোলাও (Begun Polao recipe in Bengali)

সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে গোবিন্দভোগ চাল ও বেগুন দিয়ে _এই বেগুন পোলাও রেসিপিটি আমি তৈরি করেছি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ -৪০ মিনিট
৩ জন
  1. ১টা সাদা বেগুন
  2. ১.৫ গ্রাম গোবিন্দভোগ চাল
  3. ৪টে কাঁচা লঙ্কা চেরা
  4. পরিমান মতোকাজুও কিসমিস
  5. ১ চা চামচগোটা গরম মশলা
  6. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  7. ১ টা তেজপাতা
  8. ২ চা চামচ ঘি
  9. পরিমান মত সাদা তেল
  10. ১ চা চামচজিরা গুঁড়ো
  11. ১.৫ চা চামচআদা বাটা
  12. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  13. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩৫ -৪০ মিনিট
  1. 1

    প্রথমে বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে ৫, মিনিট রেখে দিতে হবে

  2. 2

    এবার সাদা তেলে বেগুন ও কাজু কিসমিস ভেজে নিতে হবে

  3. 3

    এবার কড়াইতে সাদা তেল, ১ চামচ ঘি, গোটা জিরে, গোটা গরম মসলা ও তেজপাতা দিয়ে ১মিনিট নেড়েচেড়ে আগে থেকে ধুয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল ও কাঁচালঙ্কা দিয়ে ৪-৫ মিনিট ভাজতে হবে

  4. 4

    এরপর ওর মধ্যে আদার পেস্ট,,স্বাদমতো লবণ,জিরেগুঁড়ো,লঙ্কাগুঁড়ো ও চিনি দিয়ে ২-৩ মিনিট কষিয়ে চাল সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে ভালো করে ফুটে উঠলে ১০ মিনিট মিডিয়াম আচে ঢাকা দিতে হবে। আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে

  5. 5

    জল যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন ভেজে রাখা বেগুন দিয়ে ভাল করে মিশিয়ে আরো ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  6. 6

    এরপর ঘি ও গরম মসলা ভাল করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন পোলাও

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes