পোলাও (polau recipe in bengali)

Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

#চাল
#ebook2
জামাইষষ্ঠী
জামাইষষ্ঠীর দিন আমাদের বাড়িতে মা এইভাবে পোলাও বানায় । আজ আমিও বানালাম । খুবই সহজ ও সাধারণ একটি রেসিপি । খেতেও অসাধারণ ।

পোলাও (polau recipe in bengali)

#চাল
#ebook2
জামাইষষ্ঠী
জামাইষষ্ঠীর দিন আমাদের বাড়িতে মা এইভাবে পোলাও বানায় । আজ আমিও বানালাম । খুবই সহজ ও সাধারণ একটি রেসিপি । খেতেও অসাধারণ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50মিনিট
4জন
  1. 3 কাপগোবিন্দভোগ চাল
  2. 6 কাপগরম জল
  3. 10 চা চামচচিনি
  4. 1 টেবল চামচনুন
  5. 2 টোকাঁচা লঙ্কা
  6. 1 টাশুকনো লঙ্কা
  7. 2 টোতেজপাতা
  8. 10 গ্রামকাজু বাদাম
  9. 12 টাকিসমিস
  10. 3 টেবল চামচঘি
  11. 4 টেবল চামচসাদা তেল
  12. পরিমাণ মতোগোটা গরম মশলা
  13. 1/2 টেবল চামচগরম মশলা গুঁড়ো
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1/4 চা চামচফুড কালার
  16. 6 টাখেজুর
  17. 1 চা চামচআদা বাটা
  18. 1/2 চা চামচজিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

50মিনিট
  1. 1

    গোবিন্দভোগ চাল কে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে 30মিনিট রেখে দিন । এবার একটা বাটিতে প্রথমে চাল তারপর আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ফুড কালার চিনি নুন গোটা গরম মশলা কাজু কিসমিস ঘি কাঁচা লঙ্কা খেজুর সব দিয়ে ভালো করে মেখে নিন । তারপর 10মিনিট ঢাকা দিয়ে রাখুন ।

  2. 2

    এবার প্রেসার কুকারে প্রথমে তেল আর ঘি দিয়ে একটু গরম হলে শুকনো লংকা ছাড়ুন । একটু নাড়াচাড়া করে নেবার পর শুকনো লংকা টা ভাজা হয়ে এলে তারপর তাতে গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর মেখে রাখা চাল টা ছেড়ে দিন । খুব ভালো ভাবে চাল টা ভাজা না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন ।

  3. 3

    এরপর জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা আটকে 2টো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

Similar Recipes