মটরশুঁটির কচুরি

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

মটরশুঁটির কচুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জনের জন্য
  1. 1 কাপমটরশুঁটি
  2. 1 চা চামচআদা বাটা
  3. 3 টিকাঁচা মরিচ
  4. 2 কাপময়দা
  5. তেল পরিমান মতো
  6. লবন সাদ মতো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ এক সাথে সাজিয়ে নিব ।

  2. 2

    এখন মটরশুঁটি ও কাচা মরিচ এক সাথে ব্লেন্ডারের জগে নিয়ে মিহি করে পেস্ট করে নিব।

  3. 3

    তারপর ময়দার সাথে 2 টেবিল তেল আদা বাটা, সাদ মতো লবন দিয়ে হাত দিয়ে ঘসে, ঘসে ভালো ভাবে ময়দা তেল ও লবন মিশিয়ে নিতে হবে, এতে করে কচুরি টা ফুলকো হয়।

  4. 4

    তারপর ময়দার সাথে মটরশুঁটির পেস্ট টা দিয়ে এক সাথে ভালো ভাবে মেখে নিব, মশ্রিণ একটা ডো তৈরি করে নিব।

  5. 5

    তারপর 5 মিনিট ঢেকে রাখবো, এখন ছোট, ছোট বল বানিয়ে নিব।

  6. 6

    এখন একটি করে বল নিয়ে তেল মাখিয়ে কচুরি গুলি গোল সেইফে বানিয়ে নিব, তারপর চুলায় পেন বসিয়ে ডুবো তেলে কচুরিগুলি ভেজে তুলবো।

  7. 7

    তারপর যে কোন চাটনি অথবা আলুর দম, চিকেনকারি, চায়ের সাথে পরিবেশন করবো, গরম গরম কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes