পেঁপে শোল মাছের ঝোল (pepe shol macher jhol recipe in Bengali)

Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

#GA4
#week23

এই পদটি প্রায় অনেকেই পছন্দের খাবার, খুবই সহজ এবং পুষ্টিকর।

পেঁপে শোল মাছের ঝোল (pepe shol macher jhol recipe in Bengali)

#GA4
#week23

এই পদটি প্রায় অনেকেই পছন্দের খাবার, খুবই সহজ এবং পুষ্টিকর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের
  1. 1 কাপপেঁপের ডুমো ডুমো টুকরো
  2. 1 টি মাঝারি আলুর টুকরো
  3. 1 টি মাঝারি পেঁয়াজ কুচি
  4. 1/2 চা চামচগোটা জিরা
  5. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  6. 1/4 চামচলঙ্কা গুঁড়ো
  7. 1/2 চামচভাজা মশলার গুঁড়ো
  8. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  9. 1 চা চামচধনেপাতা কুচি
  10. 1টেবিল চামচ তেল
  11. স্বাদ মতনুন ও চিনি
  12. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে পেঁপে আর আলু ডুমো ডুমো কেটে সামান্য নুন আর জল দিয়ে প্রেসার কুকারে 1টি হুসাল দিয়ে নামিয়ে নিতে হবে।

  2. 2

    মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে ভেঁজে নিতে হবে। এবারে ওই মাছ ভাঁজা তেলে গোটা জিরা ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি সোনালী রঙের হলে ওই সিদ্ধ করা আলু পেঁপে জল ঝরিয়ে দিয়ে দিতে হবে।

  3. 3

    এবারে স্বাদ মত নুন, হলুদ, লঙ্কার গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে ওই সিদ্ধ করা জল দিয়ে একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিট মিডিয়াম আঁচে। 5 মিনিট পরে ভেঁজে রাখা মাছ দিয়ে ভালো করে নেড়ে আবারো 5 মিনিট ঢেকে রাখতে হবে মিডিয়াম আঁচে।

  4. 4

    এবারে চিনি দিয়ে নুন দেখে ভালো করে নেড়ে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর ভাঁজা মশলা দিয়ে ভালো করে নেড়ে গ্যাস off করে ঢেকে রাখতে হবে 2 মিনিট। এবারে নামিয়ে পরিবেশ করা যাবে দারুন সুস্বাদু "পেঁপের শোল মাছের ঝোল"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes