নিরামিষ পনির বিরিয়ানি (niramish paneer biriyani recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

চিকেন আর মটন ছাড়া বিরিয়ানির কথা আমরা ভাবতেই পারি না_কিন্তু নিরামিষের দিনেও পিয়াজ,রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি বিরিয়ানি যে এত সুন্দর খেতে হয়_ সেটা না খেলে বোঝা যাবে না 👍👍

নিরামিষ পনির বিরিয়ানি (niramish paneer biriyani recipe in Bengali)

চিকেন আর মটন ছাড়া বিরিয়ানির কথা আমরা ভাবতেই পারি না_কিন্তু নিরামিষের দিনেও পিয়াজ,রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি বিরিয়ানি যে এত সুন্দর খেতে হয়_ সেটা না খেলে বোঝা যাবে না 👍👍

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রাম দেরাদুন রাইস
  2. ৪০০ গ্রাম পনির
  3. ২ চা চামচআদা বাটা
  4. ১.৫ চা চামচ জিরা গুঁড়ো
  5. ১/২ কাপ টক দই
  6. ১চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  7. ১ চা চামচ রেড চিলি পাউডার
  8. ২ চা চামচ বিরিয়ানি মসলা
  9. ১ চা চামচ গোলাপজল
  10. ১ চা চামচ কেওড়া জল
  11. ২ ফোঁটা মিঠা আতর
  12. ৪ চা চামচ দুধ
  13. ২ চিমটে কেশর
  14. স্বাদমতোলবণ
  15. ৪ চা চামচ ঘি
  16. পরিমাণ মতো সরষের তেল
  17. ৮-১০ টা কাজু বাটা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ১ ঘণ্টা চাল ভিজিয়ে রেখে ঝরঝরে ভাত করে নিতে হবে

  2. 2

    পনির কে উষ্ণ লবণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    কড়াইতে সরষের তেল ভালো গরম হলে ওর মধ্যে আদা বাটা,জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আন্দাজমতো লবণ,১ চামচ বিরিয়ানি মসলা দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে কাজু বাটা ও টক দই দিয়ে ৩ মিনিট নেড়েচেড়ে ১.৫ কাপ মতো জল দিয়ে ৭-৮ মিনিট ফুটতে দিতে হবে

  4. 4

    গ্রেভি যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার যে ডেচকিতে বিরিয়ানি করা হবে তাতে ঘি মাখিয়ে অল্প পনিরের লেয়ার দিতে হবে।

  6. 6

    তার উপর কিছুটা রাইস দিয়ে কেওড়া জল,গোলাপজল, মিঠা আতর দুধে ভেজানো কেশর,বিরিয়ানি মশলা ওকিছুটা ঘী ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    এরপর বাকি পনির ওই রাইস এর
    উপর দিয়ে আবার একি পদ্ধতিতে সমস্ত উপকরণ দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট সিমে আচে দমে রাখতে হবে।

  8. 8

    এরপর আরো ১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes