চকোলেট ব্রাউনি (chocolate brownie recipe in Bengali)

Ruma Guha Das Sharma
Ruma Guha Das Sharma @0081_ruma
Behala

যে কোনো উৎসবে আমরা মিষ্টি মুখ করতে ভালোবাসি. মিষ্টির বদলে যদি ব্রাউনিই নয় তাহলে মন্দ কি 😊
#শিবরাত্রির

চকোলেট ব্রাউনি (chocolate brownie recipe in Bengali)

যে কোনো উৎসবে আমরা মিষ্টি মুখ করতে ভালোবাসি. মিষ্টির বদলে যদি ব্রাউনিই নয় তাহলে মন্দ কি 😊
#শিবরাত্রির

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা
চার জন
  1. 1 কাপময়দা
  2. 3/4 কাপচিনির গুঁড়ো
  3. 100 গ্রামমাখন
  4. 2 টোডিম
  5. 4টেবিল চামচ কোকো পাউডার
  6. 1 চা চামচ বেকিং পাউডার
  7. 1/2 চা চামচবেকিং সোডা
  8. 2-3 ফোঁটাভেনিলা এসেন্স
  9. 1/2 কাপদুধ
  10. প্রয়োজন মতডার্ক চকলেট, হোয়াট চকলেট র ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা
  1. 1

    প্রথমে সমস্ত শুকনো উপকরণ গুলো চেল এ রেখে দিতে হবে

  2. 2

    এবার একটি বড়ো পাত্রে প্রথমে ডিম দুটো ভালো করে ফাটিয়ে নিতে হবে আসতে আসতে চিনির গুঁড়ো মেশাতে হবে.

  3. 3

    এরপর এই মিশ্রণ এ মাখন মিশিয়ে একটা নরম ব্যাটার তৈরী করতে হবে এরপর সবাই শুকনো উপকরণ গুলো অল্প অল্প দুধ দিয়ে মেশাতে হবে.

  4. 4

    শেষে ভ্যানিলা ইসেন্স দিন কয়েক ফোটা দিতে হবে.

  5. 5

    এবার একটা কেক টিনে মিশ্রণ তাই ঢেলে দিয়ে ভালো করে ট্যাপ করে নিতে হবে.

  6. 6

    এবার গ্যাস এ একটা বড়ো মাপের করাই 10মিনিট এর জন্য গরম করে খুব সাবধানে কেক টিন তাই বসিয়ে দিতে হবে

  7. 7

    লো থেকে মিডিয়াম আঁচে 30 মিনিট বেক করলেই আমাদের চকোলেট ব্রাউনি রেডি

  8. 8

    এবার এটা ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে.

  9. 9

    এর মধ্যে আমরা দুরকম ক্রিম বানিয়ে নেবো.
    প্রথমে হাফ কাপ ক্রিম র ডার্ক চকোলেট কে 30 সেকেন্ড মাইক্রো করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে গানাস বানিয়ে রাখবো.

  10. 10

    অন্য দিকে হোয়াট চকলেট কে 30 সেকেন্ড মাইক্রো করে লিকুইড করে নেবো.

  11. 11

    এবার কেক ঠান্ডা হয়ে গেলে প্রথমে তার ওপরে চকোলেট গানাস ঢেলে দেবো. একটা স্পচুলা দিয়ে সবাই দিতে সমান ভাবে লাগিয়ে দিতে হবে.
    শেষে লিউইড হোয়াট চকোলেট কে একটা পিপিং ব্যাগ নিয়ে পছন্দ মতো ডিসাইন করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চকলেট ফাজ ব্রাউনি 😋🥰

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruma Guha Das Sharma
Behala
রান্না র সুন্দর করে পরিবেশন করাই হলো "Passion'🥰😍
আরও পড়ুন

Similar Recipes