ফুলকপির কোফতা কারি (Cauliflower kofta curry recipe in bengali)

Mamoni Banerjee
Mamoni Banerjee @cook_26461469

#GA4
#Week24
এই সপ্তাহে ফুলকপি নিলাম।

ফুলকপির কোফতা কারি (Cauliflower kofta curry recipe in bengali)

#GA4
#Week24
এই সপ্তাহে ফুলকপি নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 250 গ্রামফুলকপি
  2. 100 গ্রামপনির
  3. 1 চা চামচসব্জী মশলা
  4. স্বাদ মতলবণ পরিমান মত
  5. পরিমাণ মততেল
  6. 2 টিকাঁচা লঙ্কা
  7. 1 চা চামচকর্ন ফ্লাওয়ার
  8. 4 টিকাজু
  9. 10 টিকিসমিস
  10. 2 টেবিল চামচপোস্ত
  11. 1 কাপদুধ
  12. 4 টিএলাচ
  13. 1 চা চামচগরম মশলা
  14. 2 টিতেজপাতা
  15. স্বাদ মতহলুদ গুঁড়ো
  16. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি আর পনীর টা কুরে নিতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে পনীর, ফুলকপি কুরোনো, সব্জি মশলা, কাঁচা লঙ্কা কুচি, কর্ণ ফ্লৌর, লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার মেখে নিয়ে ছোটো ছোটো করে বল এর মতো গড়ে নিতে হবে।

  3. 3

    কড়াই এ তেল দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার কাজু, কিসমিস, পস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।

  5. 5

    এবার কড়াই এ তেল দিয়ে তেজ পাতা আর এলাচ দিতে হবে। এবার বাটা মসলা, লবণ আর হলুদ দিয়ে কষতে হবে।

  6. 6

    কসা হয়ে গেলে দুধ আর গরম মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে। ফুটতে দিতে হবে।

  7. 7

    ফুটে গেলে কোফতা গুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঘী দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  8. 8

    এবার গরম গরম কোফতা কারি ভাত এর সঙ্গে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamoni Banerjee
Mamoni Banerjee @cook_26461469

Similar Recipes