মিষ্টি দই (mishti doi recipe in Bengali)

SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata

#ফেব্রুয়ারি৫

মিষ্টি দই (mishti doi recipe in Bengali)

#ফেব্রুয়ারি৫

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2 কাপচিনি
  2. 1/2 কাপদুধ
  3. 1.5 লিটারদুধ
  4. 3/4 কাপচিনি
  5. 4 চা চামচজল
  6. 1 কাপআগের দই
  7. 1টিমাটির হাঁড়ি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    অল্প আঁচে একটি প্যান রাখুন এবং ১/২ কাপ চিনি এবং ৪ টেবিল চামচ জল দন। যতক্ষণ না ফুটছে, নাড়তে থাকুন। ক্যারামেলাইজড না হওয়া পর্যন্ত নাড়াতে হবে বাদামী হয়ে আসবে।

  2. 2

    তারপর একই সঙ্গে ১/২ কাপ দুধ যোগ করুন এবং মিশিয়ে নাড়তে রাখুন যতক্ষণ না ফোঁটে।

  3. 3

    এখন 1.5 লিটার দুধ নিয়ে ফুটতে দিতে হবে.. দুধ ঘন হয়ে এলে 3/4 কাপ চিনি যোগ করব ।

  4. 4

    আগের দুধের সাথে ঘন হয়ে আসা দুধ মিশিয়ে 15মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করে দেব ও ঠান্ডা হতে দেব.

  5. 5

    একটি আলাদা কাঁচের বাটিতে, ১ কাপ আগের দইয়ের ছাঁচ নিন। এর সঙ্গে, উষ্ণ দুধ যোগ করুন এবং ভাল করে মেশান।

  6. 6

    এরপর মিশ্রণটি একটি মাটির হাঁড়িতে ঢেলে প্ল্যাট বা ফয়েল দিয়ে ঢেকে রেখে দিন 10-12 ঘন্টার জন্য.

  7. 7

    পরবর্তীকালে হাঁড়িটা বের করে ঠান্ডা হতে দিন। তারপর তৈরি আপনার মিষ্টি দই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata
I love making bengali food. I love to cook ; it give me happiness & peace...
আরও পড়ুন

Similar Recipes