মিষ্টি দই (Mishti doi recipe i Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

#LB

মিষ্টি দই (Mishti doi recipe i Bengali)

#LB

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ জন।
  1. ৫০০ এম এল ফুল ফ্যাট মিল্ক
  2. ২ + ৩ চা চামচ চিনি
  3. ২ টেবিল চামচ জল ঝরানো টক দই
  4. ২ চা চামচ জল
  5. ২ চা চামচ গুঁড়ো দুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্যানে ৩ চামচ চিনি ২ চামচ জল দিয়ে ক্যারামেল করে নিতে হবে।

  2. 2

    গুঁড়ো দুধ একটি বাটিতে নিয়ে অল্প গরম দুধে গুলে নিতে হবে।ক্যারামেল হয়ে গেলে দুধ ও গুঁড়ো দুধের মিশ্রণ দিয়ে অনবরত নাড়তে হবে। ২ চামচ চিনি দিয়ে নাড়তে হবে।দুধ অল্প কমে গেলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    টক দই ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    দুধে আঙ্গুল ডোবানো য়ায় সেই রকম উষ্ণ গরম দুধ অল্প অল্প করে টক দই সাথে মিশিয়ে নিতে হবে।।

  5. 5

    চিনেমাটির পাত্রে ঢেলে দিয়েছি। এল্যুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রের মুখটা ঢাকা দিয়ে দিয়েছি।চিনেমাটির পাত্রটি টাওয়েলে বসিয়ে ঢাকা দিয়ে রেখেছি ৪ থেকে ৫ ঘন্টা। দই জমে গেলে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes