রসগোল্লা (Rosogolla recipe in bengali)

Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

#ফেব্রুয়ারি৫

রসগোল্লা (Rosogolla recipe in bengali)

#ফেব্রুয়ারি৫

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2ঘন্টা
10জন
  1. 1 লিটারদুধ
  2. 1 কাপচিনি
  3. 1+1/2টেবিল চামচ ময়দা
  4. 4 টাএলাচ
  5. 1+1/2টেবিল চামচ ভিনিগার
  6. 4 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

2ঘন্টা
  1. 1

    প্রথমে ছানা করার জন্য দুধ টা ফুটিয়ে নিতে হবে ।তারপর ওই দুধে ভিনিগার দিয়ে ছানা টা বানিয়ে নিয়ে একটা সুতির কা পরে ঢেলে জল টা ছেকে নিয়ে কাপড়ে বেধে ছানা টাকে ঝুলিয়ে রাখতে হবে যাতে জল টা ঝরে যায় । এরপর সিরা বানানোর জন্য চিনি আর জল ঢেলে তার মধ্যে এলাচ দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার ছানা গুলোকে হাত দিয়ে হালকা করে ভেঙে নিয়ে ময়দা দিয়ে আসতে আসতে মেখে নিতে হবে তারপর নাড়ু র আকারে বানিয়ে নিতে হবে ।এবার সিরার মধ্যে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে 8 -10মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ।

  3. 3

    তারপর আবার ঢাকা তুলে রসগোল্লা গুলো উল্টে দিয়ে আবার 3মিনিট ঢাকা ছাড়া ফোটাতে হবে । 3মিনিট পর আবার উল্টে দিয়ে লো ফ্লেমে 15মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে । সবশেষে গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হলে নামিয়ে নিতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

Similar Recipes